ধামাকা অফার দিচ্ছে এই ব্যাংক, ফিক্সড ডিপোজিটে টাকা ডবল! দেখুন,আপনি পাবেন কীনা এই সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : অনেকেই উপার্জিত অর্থ কোন খাদে রাখবেন বুঝে উঠতে পারেন না। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ফলে ম্যাচুরিটির পর মোটা টাকা দেখতে পানন না। বিশেষ করে অবসরপ্রাপ্তরা, এককালীন অনেকটা টাকা তারা কী করবেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভাবে নয় ছয় করে ফেলেন। তবে যদি ‘এই’ ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে আর ভাবতে হবে না।

পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক (Punjab National Bank)। এই ব্যাংকে অ্যাকউন্ট আছে? থাকলে দারুন সুযোগ পাবেন সেই সমস্ত গ্রাহকরা। কারন ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ফিক্সড ডিপোজিটের তারা একটা বড় চমক নিয়ে আসছে। বাড়ানো হয়েছে সুদের হার। এক ধাক্কায় অংকটা বেড়েছে অনেকটাই।

   

আরোও পড়ুন : হারলেও পাশে আছেন! ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের বাড়িতে ছুটলেন অনির্বাণ

আপনি যদি ফিক্সড ডিপোজিট করার কথা ভেবে থাকেন তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করান। কারণ, ফিক্সড ডিপোজিটে সুদের হার ১ শতাংশ থেকে ২.৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এই ব্যাঙ্কে৷ ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৭ থেকে ১০ বছরের সময়কালে ৩.৩০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ করা হয়েছে সুদের হার৷

আরোও পড়ুন: ভ্যাপসা গরমে বজ্রপাত সহ ঝেঁপে বৃষ্টি! আগামী দু’ঘণ্টায় ভিজবে দক্ষিণবঙ্গের এই সব জেলা

আবার সময় বাড়লে সুদের হারও বাড়বে। ৩০০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে সেক্ষেত্রে সুদের হার ৭.০৫ থেকে ৭.৫৫ শতাংশ করা হয়েছে। যদিও এই সুবিধা পাবেন শুধুমাত্র প্রবীণ নাগরিকরা৷ প্রবীন নাগরিকদের জন্য আরও সুযোগ রয়েছে। ১ বছরের মেয়াদে ৬.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবছ, প্রবীণ নাগরিকরা৷ এই দিন সংখ্যা বাড়লে সুদের হার বাড়বে।

১ বছরে ৩৯৯ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে সেক্ষেত্রে ৬.৮০-৭.৩০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। ৪০০ দিন হলে সুদের হার হয়ে যাবে ৭.২৫ শতাংশ থেকতে ৭.৭৫ শতাংশ। আবার যদি, ৪০০ দিন থেকে ২ বছর পর্যন্ত কেউ ভেবে থাকেন ফিক্সড ডিপোজিট করাবেন তাহলে তারা আরো বর্ধিত হারে সুদ পাবেন।

pnb fd interest

সেক্ষেত্রে ৬.৮০ শতাংশ সুদ পাবেন সাধারণ মানুষ। আর প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৩০ শতাংশ হারে সুদ৷ ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে সুদের হার পাবেন ৭ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ হারে ৷ ৬.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত হারে সুদ পাবেন যদি ৩ থেকে ৫ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন ৷

৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত করালে ৬.৫০ শতাংশ পাবেন সাধারণ মানুষ। আর প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার থাকছে ৭.৩০ শতাংশ ৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফিক্সড ডিপোজিটে সুদের হারের প্রসঙ্গে এই তথ্যই প্রকাশ করা হয়েছে। আপনি যদি আরও বিস্তারিত তথ্য পেতে চান তাহলে সংস্থার ওয়েবসাইট দেখুন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর