ব্যর্থ হয়ে গেল হোল্ডারের লড়াই, রুদ্ধশ্বাসে শেষ ওভারে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব

বাংলা হান্ট ডেস্কঃ গত ম্যাচে হারের পর আজ শারজায় ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল পাঞ্জাব হায়দ্রাবাদ দুই শিবিরই। একদিকে যেমন গত ম্যাচে তীরে এসে তরী ডুবে ছিল পাঞ্জাবের, তেমনি মাত্র ৫ রানে হেরেছিল হায়দ্রাবাদও। শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। কার্যত সিদ্ধান্ত তাদের পক্ষেই গিয়েছিল শুরুর দিকে।

প্রথমে রাহুলকে ২১ এবং পরে মাত্র ৫ রানে আগারওয়ালকে ফিরিয়ে দিয়ে শুরুতেই পাঞ্জাবকে বড় ধাক্কা দেন হোল্ডার। ১৪ রানের মাথায় আজ রশিদের শিকার হন গেইলও। ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কিছুটা রুখে দাঁড়াতে চেষ্টা করেছিলেন মার্ক্রাম। কিন্তু অন্যদিকে উইকেট পতন ছিল অব্যাহত। শেষ পর্যন্ত পুরান সঙ্গ ছাড়ার পর চাপের মুখে উইকেট ছুঁড়ে দেন মার্ক্রামও। আজ রানের গতি বাড়াতে ব্যর্থ হন দীপক এবং এলিশও। ফলতো শেষ পর্যন্ত মাত্র ১২৫ রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস।

বোলারদের জন্য আর যথেষ্ট সহায়তা ছিল উইকেটে। মাত্র ১৯ রান দিয়ে হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট তুলে নেন জেসন হোল্ডার। সন্দীপ, ভুবনেশ্বর, রশিদ এবং সামাদ প্রত্যেকে একটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং ধ্বসের মুখে পড়ে হায়দ্রাবাদও। শামির বলে মাত্র ২ রানেই প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার। এরপর নিজের দ্বিতীয় ওভারে উইলিয়ামসনকেও শিকার করেন শামি।

IMG 20210925 225058

অন্যদিকে পরপর তিনটি উইকেট তুলে নিয়ে মিডল অর্ডারের কোমর ভেঙে দেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। একা হাতেই মনীশ পান্ডে, কেদার যাদব এবং আব্দুল সামাদকে ফিরিয়ে দেন তিনি। ঋদ্ধিমান সাহা একপ্রান্তে টিকে ছিলেন ঠিকই, কিন্তু অন্যদিকে তাকে সঙ্গ দেবার মত ব্যাটার সাথে পাচ্ছিলেন না তিনি। অন্যদিকে রানরেটের চাপও ক্রমশ চেপে বসছিল হায়দ্রাবাদের উপর। তবে বলের পর আজ ব্যাট হাতেও প্রতিরোধ গড়ে তোলেন হোল্ডার। কিন্তু শেষ বেলায় ৩১ রানে সাহা রান আউট হতে ফের একবার চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। তার ওপর মাত্র তিন রানের মাথায় হোল্ডারের সঙ্গ ছাড়েন রশিদও। ৪৭ রানের ইনিংস খেলে হোল্ডার শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন ঠিকই কিন্তু কাঙ্খিত জয় এনে দিতে পারেননি। রুদ্ধশ্বাস শেষ ওভারে শেষ পর্যন্ত মাত্র ৬ রানে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।

 

Abhirup Das

সম্পর্কিত খবর