মর্মান্তিক পথ দুর্ঘটনা, বিদেশের মাটিতে প্রাণ হারালেন জনপ্রিয় ভারতীয় গায়ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এ বছরটা সঙ্গীত জগতের জন‍্য বড়ই নির্মম। একের পর এক সঙ্গীতশিল্পীর মৃত‍্যুর খবর নাড়িয়ে দিয়ে যাচ্ছে গান প্রেমী শ্রোতাদের। এবার ফের এক হৃদয়বিদারক খবর এসে পৌঁছেছে সঙ্গীত জগতে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত‍্যু হয়েছে জনপ্রিয় পঞ্জাবি গায়ক (Punjabi Singer) নির্ভের সিংয়ের (Nirvair Singh)। গত ৩০ অগাস্ট ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। অত‍্যন্ত জনপ্রিয় গায়ক নির্ভের বিগত নয় বছর ধরে অস্ট্রেলিয়া নিবাসী। সেখানেই যে তাঁর জন‍্য মৃত‍্যু ওঁত পেতে বসে রয়েছে তা ভাবতেও পারেনি কেউ। জানা যাচ্ছে, গানের কেরিয়ারে আরো উন্নতি করতেই অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন নির্ভের।


আন্তর্জাতিক সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, পথ দুর্ঘটনাটি ঘটেছে মেলবোর্নের নর্থওয়েস্টে। জানা যাচ্ছে, সেদিন নিজের গাড়ি চালিয়ে কাজে যাচ্ছিলেন নির্ভের। অন‍্য লেন দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে আসছিল একটি গাড়ি। হঠাৎই সেটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা জিপে ধাক্কা মারে আর সেটা এসে পড়ে নির্ভের এর লেনে। ঘটনাস্থলেই মৃত‍্যু হয় গায়কের।

এক পুরুষ ও এক মহিলাকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিস। অন‍্য গাড়ির চালক তুলনামূলক কম আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু নির্ভেরের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। মেলবোর্নের ভারতীয় সমাজে শোকের ছায়া। পঞ্জাবি সঙ্গীত জগতেও নেমে এসেছে বিষন্নতা।

‘মাই টার্ন’ অ্যালবামের ‘তেরে বিনা’ গানের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন নির্ভের সিং। এছাড়াও ‘ফেরারি ড্রিম’, ‘জে রাসগি’, ‘হিক ঠোক কে’র মতো বেশ কিছু হিট গান রয়েছে তাঁর। এমন প্রতিভাবান গায়ক এত তাড়াতাড়ি চলে যাওয়াতে মন খারাপ অনুরাগী মহলের।

X