বিশ্বের অন্যতম ভয়ানক মিসাইল টেস্ট করলো রাশিয়া, আর সোজা হুঁশিয়ারি দিলো শত্রুদেশকে

এক মাসের ওপর পেরিয়ে গেলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের হত্যালীলা এখনো বর্তমান। যুদ্ধে একাধিক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও বহু মানুষের প্রাণ গেলেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে একের পর এক বিধ্বংসী আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। ইউক্রেন দখলের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে সকল সীমা লঙ্ঘনের জন্য প্রস্তুত, তা স্পষ্ট। ফলে এই যুদ্ধে ইউক্রেনের বুকে সেখানকার হাজার হাজার সাধারণ নাগরিক প্রাণ হারালেও বিধ্বংসী হামলা হটাতে নারাজ পুতিন। আর এর মাঝেই নতুন মিসাইলের পরীক্ষা করে উঠেই বিশ্ববাসীর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন রুশ প্রধানমন্ত্রী।

ইউক্রেন দেশটির ওপর নিজেদের বিধ্বংসী হামলা জারি রাখার মাঝেই এদিন রাশিয়া ‘Rs-28 sarmat’ নামক একটি আন্ত মহাদেশীয় মিসাইল টেস্ট করল। এই পরীক্ষাটি সফল হওয়ার পরই এদিন গোটা বিশ্ববাসীকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, “আমাদের নতুন ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর বুকে যেকোনো টার্গেটকে আঘাত হানতে সক্ষম হবে। এছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এটি।” এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার থেকে আমাদের শত্রুরা যদি রাশিয়ার ওপর আক্রমণ করতে চায়, তবে তাদেরকে অন্তত দুবার ভাবতে হবে।”

এদিন ‘Rs-28 sarmat’ মিসাইল টেস্টিং সফল হওয়ার পরেই প্রেসিডেন্ট পুতিন রুশ সেনাবাহিনীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “নতুন মিসাইলের এই সফল উৎক্ষেপণ ভবিষ্যতে আমাদের দেশের সেনা বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে। বর্তমান পরিস্থিতিতে শত্রুদের হাত থেকে আমাদেরকে যেমন নিরাপত্তা দেবে ঠিক তেমনি ভাবে পরবর্তীকালে কোন বহিরাগত শক্তি রাশিয়াকে আক্রমণ করার আগে অন্তত দুবার ভাববে।” সূত্রের খবর, এই মিসাইলটি উত্তর রাশিয়ার কসমোড্রোমে পরীক্ষা করা হয়।

putin

এবার আসা যাক ‘Rs-28 sarmat’-এর ওপর। সূত্রের খবর অনুযায়ী, এই মিসাইলটির ওজন 200 টনেরও বেশি, যা বিশ্বের যেকোন টার্গেটে আঘাত হানতে সক্ষম এবং একাধিক অস্ত্র, এর মাধ্যমে রাশিয়া থেকে বিভিন্ন অঞ্চলে পাঠানো যাবে বলে মত বিশেষজ্ঞদের। জানা যাচ্ছে, এই মিসাইল টির দৈর্ঘ্য 35.5 মিটার এবং প্রস্থ 3 মিটার। এটির অপারেশন রেঞ্জ 18000 কিলোমিটার এবং উৎক্ষেপণের পর প্রায় 25560 কিলোমিটার প্রতি ঘন্টায় এটি উড়ান দিতে সক্ষম।

Sayan Das

সম্পর্কিত খবর