১৭ বছর বয়সী কোরিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে ডেনমার্ক ওপেন থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু।

ডেনমার্ক ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছেন সাইনা নেহওয়াল এবার ছিটকে গেলেন পি ভি সিন্ধু। বৃহস্পতিবার বিশ্বচ্যাম্পিয়ন পিভি সিন্ধু ডেনমার্ক ওপেনের দ্বিতীয় রাউন্ডে 17 বছর বয়সী কোরিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিদায় নিলেন। আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর এই নিয়ে পরপর তিনটি ওয়ার্ল্ড ট‍্যুর টুর্নামেন্টে ব্যার্থ হলেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। অর্থাৎ ডেনমার্ক ওপেন থেকে ভারতীয় শাটলারদের বিদায় হয়ে গেল।

চলতি মরশুমের প্রথম থেকে প্রতিটি টুর্নামেন্টে লাগাতার ব্যার্থ হচ্ছিলেন সিন্ধু। তবে আগস্ট মাসে জয়ের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন পিভি সিন্ধু। সারা বিশ্বের কাছে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন এই হায়দ্রাবাদি শাটলার।

9308640963ae18423295a7b3f3bac22d99979a70

নোজোমি ওকুহারাকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পায় পিভি সিন্ধু। কিন্তু তারপরেই চীনা ওপেনে প্রথম রাউন্ডে এবং কোরিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে হেরে বিদায় নিতে হয় তাকে। আর সেই রেশ ধরে ফের ডেনমার্ক ওপেনে হারের মুখ দেখলো সিন্ধু। মাত্র 17 বছর বয়সি কোরিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিদায় নিতে হয় সিন্ধুকে। টোকিও অলিম্পিক্সকে পাখির চোখ করে এগিয়ে যাওয়া পিভি সিন্ধুর কাছে এই রকম পারফরম্যান্স মোটেও আসা করেন নি তার ভক্তরা।

Udayan Biswas

সম্পর্কিত খবর