প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল কোয়ারেন্টিন সেন্টার, উড়ে গেল চাল

ঝড় বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে কোয়ারেন্টাইন সেন্টার, সাথে ভেঙ্গে পড়েছে আশেপাশের বহু গাছ। বিগত কয়েক দিন ধরেই সন্ধ্যে বেলায় ঝড় বৃষ্টির দাপটে অনেক এলাকায় গাছ পালা ভেঙে পড়েছে। আর এই ঝড়ে মালবাজার মহকুমার ওদলাবাড়ির কোয়ারেন্টাইন সেন্টারের টিনের অস্থায়ী ব্যরিকেড ভেঙে পড়েছে। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় ষোলো হাজার। আর রোজ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন।

ঝড়ের ফলে তার ছিঁড়ে বহু এলাকায় বিদ্যুৎহীন হয় পড়েছে পুরুষদের কোয়ারেন্টাইন সেন্টার। বুধবার সন্ধ্যায় ঝড়ে এলাকার বহু জায়গায় গাছ ভেঙে পড়ে। আর তার ফলে বিপর্যস্ত হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।

IMG 20200423 WA0008 1

গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে অনেক এলাকায়। ওদলাবাড়ি কমিইউনিটি হলের উল্টোদিকে মহিলা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছিলো, আর ঝড়ে ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে প্রায় অনেক দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।


সম্পর্কিত খবর