বাংলা হান্ট ডেস্কঃ আবার ফাঁস হয়ে গেল পরীক্ষার প্রশ্নপত্র (Paper Leak)। যার জেরে বাতিল হয়ে গেল একাদশ শ্রেণীর বোর্ডের অন্যান্য সমস্ত পরীক্ষা। প্রশ্ন ফাঁসের এই ঘটনায় রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। তবে,এবার এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে আসামে।
প্রশ্নপত্র ফাঁস (Paper Leak) হওয়ায় বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর
প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানিয়েছেন আগামী ২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা হওয়ার কথা ছিল। মোট ৩৬ টি বিষয়ের পরীক্ষা বাতিল করতে হচ্ছে। জানা যাচ্ছে, আসামের একাধিক জায়গা থেকে বেশ কয়েকটি প্রশ্ন ফাঁস (Paper Leak) হয়েছে। তবে এই বাতিল হওয়া পরীক্ষাগুলি আবার কবে শুরু হবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন প্রশ্নপত্র ফাঁস (Paper Leak) এবং নিয়ম লঙ্ঘনের জন্য একাদশ শ্রেণির বাকি পরীক্ষাগুলিও বাতিল করা হচ্ছে। উল্লেখ্য আসামে ৬ মার্চ থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষ এবং একাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু,পরীক্ষা চলাকালীন একাধিকবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এই নিয়ে নাকি থানাতেও অভিযোগ করা হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে শুক্রবার আসামে অংক পরীক্ষা বাতিল করতে হয়েছে। এছাড়াও আগামী ২৪ মার্চ থেকে ২৯ মার্চের মধ্যে যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল সেগুলিও বাতিল করে দিয়েছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফর্মে দিলীপ ঘোষ! এরই মধ্যে আচমকা সৌরভের সাথে সাক্ষাৎ BJP নেতার, কারণ কী?
জানা যাচ্ছে, বোর্ডের বাকি পরীক্ষা কবে হবে সোমবার বোর্ডের বৈঠকে থেকেই সেই পরবর্তী সূচি নিয়ে আলোচনা করা হবে। একই সাথে শিক্ষা মন্ত্রী এদিন আরও সংযোজন রাজ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠান সহ ১৮ টি স্কুলে নির্ধারিত পরীক্ষার একদিন আগে অংক প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের তিনটি স্কুলের বিরুদ্ধেও কি কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়েও বিবেচনা করা হচ্ছে। জানা যাচ্ছে, রাজ্য সরকার মোট দশটি জেলার ১৫টি বেসরকারি স্কুলের স্বীকৃতির উপরেও স্থগিতাদের জারি করেছে।