ভারতের ‘সোনার ছেলে’, আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে পাঁচ পাঁচটি স্বর্ণপদক জিতল মাধবন-পুত্র বেদান্ত

বাংলাহান্ট ডেস্ক: ছেলের গর্বে কার্যত আকাশে উড়ছেন অভিনেতা আর মাধবন (R Madhavan)। অভিনয়ে না এসেও দেশের মুখ উজ্জ্বল করছেন তাঁর একমাত্র পুত্র বেদান্ত মাধবন (Vedaant Madhavan)। সাঁতারে জাতীয় লেভেলে অংশ নিয়েছেন তিনি এবং প্রতিবারই বাবার মুখ রেখেছেন তিনি। এবারও পাঁচ পাঁচটি স্বর্ণপদক জিতে আনলেন বেদান্ত নিজের দেশের জন্য।

মালয়েশিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বেদান্ত। ৫০, ১০০, ২০০, ৪০০ এবং ১৫০০ মিটারের প্রতিযোগিতায় জিতে পাঁচটি সোনার পদক জিতেছেন তিনি। সুখবরটা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন মাধবন। স্পষ্টতই ছেলের কৃতিত্বে গর্বিত অভিনেতা।

madhavan vedaant

বেদান্তের কয়েকটি ছবি শেয়ার করেছেন মাধবন। ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে “সোনার ছেলে’ বেদান্ত। তাঁর গলায় ঝুলছে পাঁচটি পদক। টুইটে মাধবন জানিয়েছেন, কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছিল এই সাঁতারের চ্যাম্পিয়নশিপ। ভারতের হয়ে পাঁচটি সোনার পদক জিতে এনেছেন বেদান্ত। ছেলের জন্য তিনি কতটা উচ্ছ্বসিত এবং গর্বিত তা জানাতেও ভোলেননি মাধবন।

এর আগে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এও সাত সাতটি পদক জিতেছিলেন বেদান্ত। পাঁচটি সোনা এবং দুটি রূপোর পদক জিতেছিলেন তিনি। সেবারেও টুইটারে ছেলের পদক জয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে সুখবর ভাগ করে নিয়েছিলেন গর্বিত বাবা মাধবন।

https://twitter.com/ActorMadhavan/status/1647570048285040641?s=20

বেদান্তের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এর আগে মাধবন বলেছিলেন, তিনি এবং তাঁর স্ত্রী সারিতা আগেই বুঝেছিলেন যে তাঁদের ছেলে হিসাবে বেদান্ত আলাদা লাইমলাইট পাবে। কিন্তু এখন নিজের প্রতিভার জোরে খ্যাতি পাচ্ছেন বেদান্ত। তবুও তাঁর অনেকটা পথ যাওয়া বাকি। মাত্র ১৭ বছর বয়স বেদান্তের। ছেলে নিজের পছন্দের রাস্তা বেছে নিয়েছে, তাতেই খুশি মাধবন। ছেলের পাশে তিনি সবসময় রয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর