অভিনয়-সঞ্চালনায় তো একশোয় একশো, পড়াশোনা কতদূর করেছেন রচনা জানেন?

বাংলাহান্ট ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রি যে কজন সুপারস্টার অভিনেত্রীর জন্ম দিয়েছেন তাদের মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) অন্যতম। একসঙ্গে দু দুটি সম্পূর্ণ ভিন্ন ভাষার ছবিতে কাজ করে সমান স্টারডম কুড়িয়েছিলেন তিনি। এখন সিনেমাকে বিদায় জানালেও দিদি নাম্বার ওয়ান এর দৌলতে তাঁর জনপ্রিয়তায় এতটুকুও আঁচ আসেনি।

বাংলা এবং ওড়িশি সিনেমায় রচনার দাপট ছিল দেখার মতো। নাম বদলে রচনা হয়ে দুই ইন্ডাস্ট্রিতেই একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন তিনি। পরবর্তীকালে অবশ্য ওড়িশি ইন্ডাস্ট্রি ছেড়ে বাংলা ছবিতেই মন দেন রচনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে দর্শক মহলে।

Rachana banerjee

দীর্ঘদিন টলিউডে রাজত্ব করার পর ফের বদল আসে রচনার কেরিয়ারে। অভিনয় ছেড়ে সঞ্চালনায় হাত দেন তিনি। এখানেও সফল হন রচনা। দীর্ঘ এক দশক ধরে সফল ভাবে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করে চলেছেন তিনি। এখন গোটা বাংলার মানুষের কাছে টলিউডের ‘দিদি’ তিনি।

রচনার পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেও অবগত আমজনতা। তবে অনেকেই জানেন না ছাত্রী হিসেবে কেমন ছিলেন তিনি। অভিনেত্রী এবং সঞ্চালিকা হিসেবে তো রচনা সবার মন জয় করে নিয়েছেন। কিন্তু পড়াশোনায় কতটা ভাল ছিলেন তিনি?

রচনার ব্যক্তিগত জীবনে সম্পর্কের উত্থান পতনের ব্যাপারে যতটা জানা যায়, তাঁর পড়াশোনার বিষয়ে খুব একটা তথ্য পাওয়া যায়না। শোনা যায় যে তিনি স্নাতক পাশ করেছিলেন। যদিও সেটা কোন বিষয়ে তা জানা যায়নি। খুব কম বয়সেই অভিনয়ে পা রাখেন রচনা। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখন নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠেছেন রচনা।


Niranjana Nag

সম্পর্কিত খবর