দু দুবার বিয়ে ভাঙার যন্ত্রণা, ছেলে প্রণীলই এখন নয়নের মণি ‘সিঙ্গল মাদার’ রচনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের এক সময়ের অত‍্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব‍্যানার্জিকে (rachana banerjee) এখন বড়পর্দায় দেখা না গেলেও অনুরাগীদের কাছে তিনি দিদি নাম্বার ওয়ান বলেই বেশি পরিচিত হয়ে উঠেছেন। জি বাংলার রিয়েলিটি শো দিদি নাম্বার ১ রচনাকে ছাড়া অসম্পূর্ণ একথা সকলেই স্বীকার করবে। সেই সূত্রে রচনাও হয়ে উঠেছেন সকলের প্রিয় দিদি‌।

জি বাংলায় প্রতিদিন বিকেল পাঁচটায় সম্প্রচারিত হয় দিদি নাম্বার ওয়ান। যত দিন যাচ্ছে এই রিয়েলিটি শোটি মানুষের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিচ্ছে। শুধুমাত্র খেলা ও উপহার দেওয়াই নয়, এই শো তে এসে নিজেদের সুখ দুঃখের কথা, নিজেদের জীবন সংগ্রাম তুলে ধরেন প্রতিযোগীরা।


এখন অভিনয়ে তেমন দেখা না গেলেও একটা সময় টলিউডের অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রচনা। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিতের সঙ্গে দুরন্ত অভিনয় করে বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আগের নাম বদলে রচনা নামে খ‍্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।

শুধু টলিউড না, বলিউডেও অভিনয় করেছেন রচনা। অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। তবে কেরিয়ার অত‍্যন্ত মসৃণ হলেও রচনার ব‍্যক্তিগত জীবন খুব সুখকর ছিল না। কেরিয়ারের শুরুতে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন কাজ করেছিলেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CNvNQjnhs4h/?igshid=kykymtbac9is

সেখানেই তাঁর পরিচয় উড়িয়া ছবির অভিনেতা সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে। কিছুদিন প্রেমের পর বিবা, বন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু বেশিদিন টেকেনি সেই বিয়ে। ২০০৪ এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দুজনের। এরপর টলিউডে পা রাখেন রচনা। ২০০৭ সালে প্রবাল বসুকে বিয়ে করেন তিনি। জন্ম হয় রচনার একমাত্র ছেলে প্রণীলের। কিন্তু সেই বিয়েও সুখকর হয়নি।

https://www.instagram.com/p/CJOtsszBB1N/?igshid=9vmhfq75ob6

দ্বিতীয় বার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আর কোনো সম্পর্কে জড়াতে চাননি রচনা। ছেলে প্রণীলকে আঁকড়েই নতুন করে জীবন শুরু করেন তিনি। তবে ছেলেকে ভাল ভাবে মানুষ করার জন‍্য অভিনয়ের কেরিয়ার থেকে ধীরে ধীরে সরে আসতে থাকেন রচনা। প্রণীলই তাঁর ধ‍্যান জ্ঞান। আর ছেলেও হয়েছে একেবারে মা অন্ত প্রাণ। সিঙ্গল মাদারের দায়িত্ব বেশ দক্ষতার সঙ্গেই পালন করছেন রচনা।

সম্পর্কিত খবর

X