বাংলাহান্ট ডেস্ক: টলিউডের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে (rachana banerjee) এখন বড়পর্দায় দেখা না গেলেও অনুরাগীদের কাছে তিনি দিদি নাম্বার ওয়ান বলেই বেশি পরিচিত হয়ে উঠেছেন। জি বাংলার রিয়েলিটি শো দিদি নাম্বার ১ রচনাকে ছাড়া অসম্পূর্ণ একথা সকলেই স্বীকার করবে। সেই সূত্রে রচনাও হয়ে উঠেছেন সকলের প্রিয় দিদি।
রিয়েলিটি শো ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা যায় রচনাকে। শুটিংয়ে ব্যস্ততা কাটিয়ে মাঝে মাঝে টুক করে ঘুরেও আসেন তিনি। এবার সুন্দরবন (sundarban) বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। ছেলে প্রণীল ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গেই নিখাদ আনন্দ করতে এই ট্রিপে গিয়েছেন রচনা।
সুন্দরবনের ট্রিপ থেকে সোশ্যাল মিডিয়ায় পরপর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রচনা। লঞ্চে বন্ধু বান্ধবদের সঙ্গে বা খাঁড়িকে ব্যাকগ্রাউন্ডে রেখে চায়ের কাপ হাতে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন তিনি। প্রজাতন্ত্র দিবসে হাতে ভারতের জাতীয় পতাকা নিয়েও পোজ দিয়েছেন রচনা। সবকটি ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CKeNQrRBlhj/?igshid=1ax35qkna98ue
https://www.instagram.com/p/CKgRHBVBbfv/?igshid=1sj85neq9uysy
এর আগে বড়দিনে ছেলে প্রণীল ও বন্ধুবান্ধবদের সঙ্গে জমিয়ে পিকনিক করেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। করোনা আবহে বাড়িবন্দি হয়ে না থেকে একটা গোটা দিন চুটিয়ে উপভোগ করেন সবার সঙ্গে। রচনার খ্রিস্টমাস সেলিব্রেশনের ছবি তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা তে পিকনিক করতে গিয়েছিলেন রচনা।
https://www.instagram.com/p/CKgTy90BuUI/?igshid=4h5hm3rxen5r
পিকনিকে গিয়ে সন্ধ্যাবেলা একটি হট নাচের ভিডিও শেয়ার করেন রচনা। ক্যাম্প ফায়ারের সামনে গরমি গানে চুটিয়ে নাচতে দেখা যায় তাঁকে। শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। বছরের শেষটা বেশ জমিয়েই উপভোগ করেছেন রচনা।