বাংলাহান্ট ডেস্ক : দরজায় কড়া নাড়ছে শীতকাল। নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই একটা হিমেল পরশ অনুভব করা যাচ্ছে। এই হালকা শীতে কীভাবে নিজের যত্ন করা যায় তার টিপস দিলেন সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। শনিবার চুঁচুড়ায় এসে শীতকালীন যত্ন নিয়ে মুখ খুললেন তিনি।
শীতকালে সুস্থ থাকার টিপস রচনার (Rachna Banerjee)
শনিবার দুপুরে চুঁচুড়ায় বিভিন্ন ওয়ার্ডে এসআইআর শিবিরে উপস্থিত ছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা (Rachna Banerjee)। রাজনীতিতে পা রাখার পর থেকেই বিভিন্ন সময়ে তাঁর বিভিন্ন মন্তব্য ভাইরাল হয়েছে। ট্রোলের মুখেও পড়েছেন অভিনেত্রী সাংসদ। কিন্তু কটাক্ষের ভয়ে দমে থাকেননি তিনি। এর আগে প্রচণ্ড গরমে কীভাবে সুস্থ থাকতে হবে তার পরামর্শ দিয়েছিলেন রচনা। এবার আসন্ন শীতকাল উপলক্ষে বিশেষ টিপস শেয়ার করলেন তিনি।

কী পরামর্শ দিলেন সাংসদ: শীতকাল মানেই শুষ্ক সময়। উত্তুরে বাতাসে টান পড়ে ত্বকে, খসখসে হয়ে ওঠে মুখ হাত পা। তাই ত্বকে আর্দ্রতা বজায় রাখতে রচনার পরামর্শ, তেল, ক্রিম, লোশন মাখতে হবে শীতকালে (Winter Tips)। ঘানি থেকে পিষিয়ে আনা টাটকা সর্ষের তেল মাখার পরামর্শও দেন সাংসদ অভিনেত্রী।
আরও পড়ুন : চার সপ্তাহের ডেডলাইন, মহুয়ার অস্বস্তি বাড়িয়ে চার্জশিট জমা দেওয়ার সবুজ সংকেত পেল CBI
ফল সবজি খাওয়ার পরামর্শ: শীতকালে প্রচুর শাকসবজিও পাওয়া যায়। নানান ধরণের টাটকা সবজি, শাকপাতা, ফল বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দেন রচনা। তাঁর কথায়, শীতকালে মানুষ এমনিই খুব বেশি অসুস্থ হয় না। দুমাস থাকে শীতকাল। এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে মানুষ।
আরও পড়ুন : ‘ন্যাকা’ নায়িকাকে পালটানোর দাবি, ‘চিরদিনই তুমি যে আমার’ বিতর্কে ‘বয়কট দিতিপ্রিয়া’ ট্রেন্ডে ভাসল নেটপাড়া
রচনা বলেন, শীতে সবাই ভালো থাকুন, মোয়া খান। এর আগে প্রচণ্ড গরমের সময় রচনা পরামর্শ দিয়েছিলেন, সুস্থ থাকতে প্রচুর পরিমাণে জল, ডাবের জল, হালকা খাবার খাওয়ার। আর এবার শীতেও সুস্থ থাকার পরামর্শ দিলেন সাংসদ।












