বাংলাহান্ট ডেস্ক: একেই বলে প্রভাস (Prabhas) ম্যাজিক! মুক্তির পর মাত্র দু দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ (Radhe Shyam)। করোনা অতিমারির পর এটাই প্রথম ছবি যা এত তাড়াতাড়ি ১০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে। বক্স অফিসে কার্যত রাজত্ব করছেন প্রভাস।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘রাধে শ্যাম’। হ্যাঁ, ফিল্ম সমালোচকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়েছে বটে ছবিটি, কিন্তু ছক্কা মেরে বেরিয়ে গিয়েছে প্রভাসের ক্যারিশ্মা। তার জেরেই উতরে গিয়েছে ‘রাধে শ্যাম’। আর শুধু উতরেই যায়নি, রীতিমতো লেটার মার্কস নিয়ে পাশ করেছে।
২০২২ এ এখনো পর্যন্ত যে কটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ব্যবসার দিক দিয়ে সবথেকে এগিয়ে রয়েছে ‘রাধে শ্যাম’। বছরের সবথেকে বড় ওপেনিং হয়েছে রাধে শ্যামের। অর্থাৎ মুক্তির প্রথম দিনেই সবথেকে বেশি ব্যবসা করেছে এই ছবি। প্রথম দিনেই গোটা বিশ্বে ৭৯ কোটি টাকার ব্যবসা করেছে প্রভাসের ছবি।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘ভীমলা নায়ক’। গোটা বিশ্বে ৬১.২৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তার পরেই রয়েছে থালা অজিত কুমারের ‘ভালিমাই’। উল্লেখ্য, সবথেকে বড় ওপেনিংয়ের তালিকায় কিন্তু তিনটিই দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবি। এখনো পর্যন্ত কোনো বলিউড ছবিই ধারেকাছে ঘেঁষতে পারেনি দক্ষিণের।
হিন্দি সংষ্করণে এখনো পর্যন্ত সাড়ে চার কোটি টাকার ব্যবসা করেছে রাধে শ্যাম। তবে অঙ্কটায় খুশি নন প্রভাস অনুরাগীরা। তাদের বক্তব্য, যেমনটা তারা আশা করেছিলেন এখনো সেই পরিমাণ ব্যবসা করে উঠতে পারেনি রাধে শ্যাম। কারণ এর আগে প্রভাসের ‘সাহো’ ছবিটিই ২০ কোটি টাকা কামিয়েছিল। অন্যান্য ভাষায় ছক্কা মারলেও হিন্দি সংষ্করণে প্রভাসের রান প্রথম সপ্তাহে একটু কমই থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। জ্যোতিষী বিক্রমাদিত্যর চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তবে ব্যবসা বেশ ভাল হলেও দর্শকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘রাধে শ্যাম’। মনে করা হচ্ছে, এতে ব্যবসায় কিছুটা হলেও প্রভাব পড়েছে। তবে রাধে শ্যামের উপর থেকে এখনি আশা ছাড়তে রাজি নয় অনুরাগীরা।