চোটের কারণে উইম্বলডন সেমিফাইনালে নামতেই পারলেন না নাদাল, লড়তে হচ্ছে জোকোভিচকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কোয়ার্টার ফাইনালে চোট নিয়ে পাঁচ সেটের লড়াই জিতে টেনিস জগৎকে আরও একবার বিস্মিত করে দিয়েছিলেন নাদাল (Rafael Nadal)। কিন্তু লাভ হলো না। চোট সেরে না ওঠায় নিজের উইম্বলডনের (Wimbledon) সেমিফাইনালে নামা হলো না স্প্যানিশ কিংবদন্তির। পেটের পেশিতে ৭মিলিমিটারের ক্ষত ছিল যা সামলে উঠতে ব্যর্থ হয়েছেন। ফলে তার সেমিফাইনালের প্রতিপক্ষ নিক কির্গিয়স ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছে গেলেন।

গতকাল অনুশীলন করতে গিয়ে নাদাল বুঝতে পারেন যে এই চোট নিয়ে কোর্টে নামা অসম্ভব। ফলে নিজের মনকে বুঝিয়ে শেষপর্যন্ত উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ব্রিটিশ মিডিয়া জানিয়েছে যে নাদালের পেটের পেশি গুরুতর ভাবে না হলেও ক্ষতিগ্রস্থ। তার সেরে উঠে কোর্টে ফিরতে ৪ সপ্তাহ লেগে যাবে।

nadal injury

নাদাল এই বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, “আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে এইভাবে দুটো ম্যাচ জেতা সম্ভব নয়। আমি সার্ভে জোর দিতে পারছি না, শুধু তাই নয়, আমার স্বাভাবিক মুভমেন্টগুলো করতেও সমস্যা হচ্ছে। এই অবস্থায় আমি নিজের পরিস্থিতি আরও খারাপ করে তুলতে চাইনি।”

নাদাল চলে যাওয়ায় উইম্বলডন ফাইনালে রাফা বনাম জোকারের লড়াই দেখা হবে না টেনিসপ্রেমীদের। অনেকেই ভেবে নিচ্ছিলেন নোভাক জোকোভিচের কাজটা অনেকটা সোজা হয়ে গেল। কিন্তু উইম্বলডনের দ্বিতীয় সেমিতে এইমুহূর্তে তাকে রীতিমতো ঘাম ঝড়াতে হচ্ছে। প্রতিবেদনটি লেখার সময় তিনি ক্যামেরন নোরির বিরুদ্ধে ১টি সেট খুঁইয়ে বসেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর