KKR তারকার কামাল! ভেঙে গেল পাকিস্তানের বিরুদ্ধে গড়া ধোনির ১৮ বছরের পুরোনো বিশ্বরেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে পাকিস্তান ক্রিকেট দল এই মুহূর্তে বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত। আর সেই সিরিজ তারা মাত্র দুটি ম্যাচ খেলেই জিতে নিয়েছে। আফগানিস্তান নিজেদের সাধ্যমত চেষ্টা করেছে ঠিকই। কিন্তু নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানকে আটকানোর মত ক্ষমতা যে তারা এখনো অর্জন করে উঠতে পারেনি সেটা আর একবার প্রমাণিত হয়েছে।

ব্যাট হাতে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ওকে কলকাতা নাইট রাইডার্স খেলে যাওয়া উইকেটরক্ষক ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ। প্রতিভাবান এই উইকেট রক্ষক প্রথম ম্যাচে যখন আফগানিস্তান মাত্র ৫৯ রানের করে গুটিয়ে যায়, তখন দলের সর্বোচ্চ স্কোরার (১৮) হয়েছিলেন। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ শতরান করেন তিনি।

gurbaz

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তার খেলা ইনিংসটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে খেলা সেরা ওডিআই ইনিংসগুলোর মধ্যে একটি। ১৫১ বলে ১৪ টি চার এবং ৩ টি ছক্কা সহ ১৫১ রান করেছিলেন তিনি। দুর্ভাগ্যবশত তার ওইরকম অতিমানবিক ইনিংস সত্ত্বেও আফগানিস্তানকে ম্যাচটি হারতে হয়েছিল।

আরও পড়ুন: ৩ বছর আগে আজকের দিনেই দেশের জার্সিকে বিদায় দিয়েছিলেন! ভারতীয় দলে ধোনির অভাব কি মিটেছে?

তবে আফগানিস্তানের তারকা ওপেনার ওই অসাধারণ শতরানটি করে নিজেকে ইতিহাসের পাতায় তুলে নিয়েছেন। তিনি এই ইনিংসটি খেলার পর টপকে গিয়েছিলেন ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার এবং অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। কিভাবে, সেটা প্রতিবেদনের পরের অংশে আমরা আপনাদের সামনে তুলে ধরছি?

আরও পড়ুন: ভারতীয় দলে কে নিতে চলেছেন ধোনির জায়গা? বিশ্বকাপের আগে বড় রহস্য ফাঁস করলেন সৌরভ

নিজের কেরিয়ারের একদম শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ধোনি। তার পাকিস্তানের বিরুদ্ধে খেলা ১৪৮ জনের ইনিংস ঠিক এখনো অনেকে মনে করেন ধোনির কেরিয়ারের সেরা ইনিংস। এতদিন অবধি ওটাই ছিল ওডিআই-তে পাকিস্তানের বিরুদ্ধে কোনও উইকেটরক্ষকের খেলা সর্বোচ্চ রানের ইনিংস। কিন্তু ১৮ বছরের সেই রেকর্ড ভেঙে গুরবাজ এখন নিজের নাম রেকর্ডের খাতায় তুলে নিয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর