পুজোর আগে শেষ দেখা, ঠাকুর দেখার ফাঁকে একান্তে লাইভ আড্ডয় মজলেন রাজা-মাম্পি

বাংলাহান্ট ডেস্ক: পুজোর পঞ্চমীতেই অনুরাগীদের জন‍্য বিশেষ উপহার নিয়ে হাজির রাজা মাম্পি ওরফে রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় (rahul banerjee) এবং রুক্মা রায় (rooqma roy)। ‘দেশের মাটি’ সিরিয়ালের দৌলতে জুটির জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। কী না করেছে অনুরাগীরা তাদের প্রিয় ‘রাম্পি’ জুটির জন‍্য! রাজা মাম্পির বিয়ে দেখার জন‍্য ধর্না দেওয়া থেকে শুরু করে নোয়া কিয়ানকে অপমান করতেও ছাড়েনি তারা।

রাহুল রুক্মা অবশ‍্য নরমে গরমে অনেকবারই সাবধান করেছেন দর্শকদের। তবে এখন কিনা পুজোর মরশুম। বকাবকি করতে কারই বা ভাল লাগে। তাই প্রিয় ভক্তদের জন‍্য এক বিশেষ উপহারই নিয়ে এলেন রাহুল রুক্মা। দুজনকে একসঙ্গে পেয়েই নিমেষে মন ভাল দেশের মাটি দর্শকদের।

IMG 20211011 113720
পঞ্চমীর দিন একসঙ্গে সোশ‍্যাল মিডিয়া লাইভে পাওয়া গেল দুজনকে। আসলে সেরা পুজোর বিচারক হয়ে পথে নেমেছিলেন তাঁরা। রাজা মাম্পি এক জায়গায়। উপরন্তু পুজোর ছুটির আগে এটাই শেষ দেখা। সুযোগ তো হাতছাড়া করলে চলে না। লাইভে এসেও অনুরাগীদের সেটাই জানিয়েছেন রাহুল রুক্মা।

https://www.instagram.com/tv/CU1-id3qBuy/?utm_medium=copy_link

কালো পাড়ের লাল, ধূসর রঙা শাড়ি, হালকা গয়না ও খোলা চুলে দেখা গেল রুক্মাকে। অপর দিকে চিরাচরিত পাঞ্জাবি, জিন্সের লুক ছেড়ে হালকা সবুজ টিশার্ট ও জিন্সে ধরা দিলেন রাহুল। একসঙ্গে গাড়িতে যেতে যেতে চলল দূজনের লাইভ আড্ডা। এদিন দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি আবাসনের প্রতিমা বিচার করলেন রাহুল রুক্মা।

https://www.instagram.com/tv/CU1u5tWANt_/?utm_medium=copy_link

মাঝে অবশ‍্য কিছুক্ষণের জন‍্য বিরতি পড়েছিল লাইভে। কারণ গাড়ি থেকে নেমে আরেক আবাসনের প্রতিমা দেখতে গিয়েছিলেন দুই বিচারক। গাড়িতে ফিরে ফের লাইভ শুরু। অনুরাগীদের তো আর অতৃপ্ত রাখা যায় না। লাইভের মাঝেই রাহুল আবদার করেন, গান গাইতে হবে রুক্মাকে। নয়তো আছে এক অদ্ভূত শাস্তি। মাম্পিকে নাকি কামড়ে দেবেন রাজা!

https://www.instagram.com/p/CU1u0S-NHpe/?utm_medium=copy_link

গান অবশ‍্য গাইলেন রুক্মা। শ্রেয়া ঘোষালের ‘লগন লাগি রে তোসে পিয়া রে’ গানটি গেয়ে শোনালেন তিনি। এদিন বাঘাযতীনের তরুণ সংঘ ক্লাবের পুজোতেও রুক্মাকে নিয়ে হাজির হয়েছিলেন রাহুল। একসময় এখানে পুজোর মুখ ছিলেন প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজও থাকে এই পুজোতেই। তবে মন খারাপের কথাকে পুজোতে মনে ঠাঁই দিতে নারাজ পর্দার রাজা। তাঁর কথায়, “পুজোয় ঘুরছি, খাচ্ছি। প্রিয় বন্ধুর সঙ্গে আড্ডা মারছি। পঞ্চমী এর থেকে ভাল আর কী হতে পারে?”

Niranjana Nag

সম্পর্কিত খবর