কানাঘুঁষোই সত‍্যি হল, রুক্মার সঙ্গে জুটি বেঁধে ‘লালকুঠি’তে ফিরছেন এই জনপ্রিয় অভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহ খানেক আগে জি বাংলার তরফে ঘোষনা করা হয় নতুন সিরিয়ালের। লালকুঠি (Laalkuthi), নামের সার্থকতা প্রমাণ করে গা ছমছমে, রহস‍্য মাখানো এক প্রোমো উপহার দিয়েছিল চ‍্যানেল। উপরি পাওনা, নায়িকার চরিত্রে রুক্মা রায় (Rooqma Roy)। প্রথম ঝলকেই ভয় আর আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু ব‍্যস, অতটুকুই! তারপর আর এই সিরিয়াল নিয়ে রা ও কাড়েননি রুক্মা কিংবা চ‍্যানেল কর্তৃপক্ষ। কানাঘুঁষোর অবশ‍্য বিরাম ছিল না। প্রথমেই শোনা গিয়েছিল, রুক্মার বিপরীতে নাকি অত‍্যন্ত জনপ্রিয় এক অভিনেতাকেই দেখা যাবে নায়ক হিসাবে।

IMG 20220405 010951 1
কে তিনি? জল্পনা বলছিল, স্টার জলসার ‘দেশের মাটি’র জনপ্রিয় জুটিকেই তুলে নিয়ে এসেছেন জি বাংলা কর্তৃপক্ষ। মাম্পির যখন দেখা মিলেছে তখন রাজাও আসবেন ঠিকই। অবশেষে জানা গেল, জল্পনাই সত‍্যি। টলি ফ‍্যাক্টজ সূত্রে খবর, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়কেই (Rahul Arunoday Banerjee) দেখা যাবে ‘লালকুঠি’র নায়ক হিসাবে।

jpg 31
এ বিষয়ে কী বলছেন অভিনেতা স্বয়ং? কানাঘুঁষো নিশ্চয়ই কানে গিয়েছে তাঁরও। কারণ গাড়িতে যেতে যেতে রুক্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘লালকুঠিতে আছি কিনা জানিনা, বন্ধুর সাথে আছি।’

https://www.instagram.com/p/CcdIfYWBw7m/?igshid=YmMyMTA2M2Y=

অন‍্যদিকে রুক্মাও কুলুপ এঁটেছেন মুখে। তাঁর বক্তব‍্য, চ‍্যানেলের তরফেই সব জানিয়ে দেওয়া হবে। কিন্তু অনুরাগীদের যেন আর তর সইছে না। অবশ‍্য নতুন সিরিয়ালে রুক্মার সঙ্গে রাহুলকেই দেখা যাবে কিনা সে খবর এখনো নিশ্চিত করেনি চ‍্যানেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, স্টার জলসায় সাত তাড়াতাড়ি ‘দেশের মাটি’ শেষ হয়ে যাওয়ার পর থেকেই মনমরা দর্শকরা। রাজা মাম্পি জুটিকে বড্ড বেশি ভালবেসে ফেলেছিলেন সকলে। রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় ও রুক্মা রায়ের অভিনয়, অনস্ক্রিন রসায়ন অল্প দিনেই মন জিতে নিয়েছিল দর্শকদের। টিআরপি কম থাকলেও আলাদা ফ‍্যানবেস তৈরি হয়ে গিয়েছিল ‘রাম্পি’ জুটির।

Niranjana Nag

সম্পর্কিত খবর