কোহলি ও রোহিত কেন নেই T20-তে? যাবতীয় জল্পনার অবসান ঘটালেন রাহুল দ্রাবিড়  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ভারতীয় ক্রিকেটকে কেন্দ্র করে এই একটি টার্ম বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গত বেশ কিছু সময় ধরে। ভারতীয় দল (Team India) সাম্প্রতিককালে একাধিক সিরিজ খেলছে একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ক্রিকেটারদের হাতে সময় থাকছে অত্যন্ত কম। তাই গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা যাতে গুরুত্বপূর্ণ সিরিজগুলোর জন্য সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন সেই জন্যই ভারতীয় ক্রিকেটে চালু হয়েছে এই পদ্ধতি। এই পদ্ধতি দৌলতে একাধিক ক্রিকেটেরকে সুযোগও দেওয়া যাচ্ছে প্রথম একাদশে।

বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মতো ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে এই পদ্ধতির সুবিধা পেয়ে আসছেন। তারা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন গুরুত্বপূর্ণ সিরিজগুলির আগে। চলতি বছরে ঘরের মাটিতে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। ১২ বছর পর ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। এই বছরে বিরাট কোহলি, রোহিত শর্মার মত ক্রিকেটারদের একাধিকবার বিশ্রাম নিতে দেখা যেতে পারে।

এই যুক্তিতেই এবার কোহলি আর রোহিতের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul David)। তিনি বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আমাদের কাছে প্রাথমিকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল নতুন বছরের শুরুতেই এই ছয়টি ওডিআই ম্যাচ। তার প্রত্যেকটিতেই বিরাট কোহলি ও রোহিত শর্মা অংশ নিয়েছেন।”

rahul dravid sad

এরপর অনেকেই দাবি করছিলেন যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন না তখন তাদের নিজে নিজেও রাজ্যের দলের হয়ে রঞ্জিত ট্রফি খেলা উচিত। তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে লাল বলের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন তারা। কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা বড্ড কম। মাঝের এই সময়টুকুতে তারা যে বিশ্রামে থাকবেন সেই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় আপাতত নির্দিষ্ট ফরম্যাট কি নির্দিষ্ট গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন। তিনি জানিয়েছেন, “আমরা এই মুহূর্তে তিনটে ফরম্যাটকে সমানভাবে গুরুত্ব দিচ্ছি না। ওয়ান ডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে রয়েছে। তাই বড় ফরম্যাট গুলোই এই মুহূর্তে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।আর এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকেই আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেখানে রোহিত এবং বিরাট যাতে একদম তরতাজা হয়ে নামতে পারে সেই বিষয়টি দেখা হবে।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর