পন্থ শতরান করতেই স্বভাববিরুদ্ধ ঢঙে লাফিয়ে উঠলেন রাহুল দ্রাবিড়! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সীমিত ওভারের ফরম্যাটে হয়তো তিনি এখনো নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি যে ভারতীয় দলে অপরিহার্য তা কাল আরো একবার বুঝিয়ে দিয়েছেন রিশভ পন্থ। যখন ব্যাট করতে এসেছিলেন তখন একশো রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভারত ধুঁকছিল। যখন ড্রেসিংরুমে ফেললেন তখন ভারত পেরিয়ে গেছে ৩০০ রানের গণ্ডি। মারকাটারি ইনিংস খেলে অ্যান্ডারসন ব্রডদের নিষ্ক্রিয় করে দেন তিনি।

বরাবরই নিজের খেলা সম্পর্কে নিজের মনে খুবই পরিষ্কার থাকেন পন্থ। তিনি জানেন যে পরিস্থিতি যাই হোক না কেন তিনি একই রকমভাবে খেলবেন। তাই যখন ৫ উইকেট হারিয়ে ভারত রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে তখনও অ্যান্ডারসনকে রিভারসাইড করে চার মারতে দুবার ভাবলেন না। উল্টোদিকে জাদেজার ঠাণ্ডা মাথার ইনিংস তার কাজটা আরও সহজ করে দিয়েছিল। তার ইনিংস দেখে বাকিদের মতোই উত্তেজিত হয়ে গিয়েছিলেন ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও। তাই পন্থ সেঞ্চুরি করার পর নিজের স্বভাববিরুদ্ধ ঢঙে তিনি লাফিয়ে উঠে উদযাপন করেন।

নিজের খেলোয়াড়ি জীবনে দ্রাবিড় অত্যন্ত ঠাণ্ডা মাথার ক্রিকেটার ছিলেন। কোনদিনও তাকে দলের জন্য হোক বা নিজের জন্য হোক উত্তেজিত উদযাপন করতে দেখা যায়নি। তাই পন্থের সেঞ্চুরির পর তিনি যখন দুই হাত তুলে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, তখন অনেক ক্রিকেটভক্ত সেই ছবি টুইট করে লিখেছেন যে একমাত্র রিসব পন্ত পারেন রাহুল দ্রাবিড়কে এই ভাবে উদযাপন করতে বাধ্য করতে।

ইতিমধ্যেই বিদেশের মাটিতে চারটি শতরান করে ফেলেছেন রিশভ পন্থ। তার আগে ভারতের বাকি সমস্ত ভারতীয় টেস্ট উইকেট কিপাররা মিলিয়ে বিদেশের মাটিতে চারটি শতরান করেছিলেন। কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বা ভারতের সর্বকালের সেরা উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা বিদেশের মাটিতে কেবলমাত্র একবার শতরানের গণ্ডি অতিক্রম করতে পেরেছিলেন। তার দুর্দান্ত ইনিংস এবং রবীন্দ্র জাদেজার ৮২ রানের অপরাজিত ইনিংসের দৌলতে প্রথম দিনে ভারত ৭ উইকেট খুইয়ে ৩৩৮ রান তুলতে পেরেছে। আজকে ভারতের লক্ষ্য হবে সাড়ে চারশোর ওপর রান ইংল্যান্ডের ওপর চাপিয়ে দিয়ে তারপর তাদের দ্রুত অলআউট করার চেষ্টা করা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর