বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর নিয়ে বেড়েই চলেছে জল্পনা, এবার শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হলো রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের। কাশ্মীরের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তাঁরা, কিন্তু সে আশা পূরণ হলো না। তাঁদেরকে ঢুকতেই দেওয়া হলো না কাশ্মীরে, ফিরে আসতে হলো শ্রীনগর বিমানবন্দর থেকেই। দিল্লি তে ফিরে ক্ষুব্দ রাহুল মন্তব্য করেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি নেই।
সূত্রে খবর, শনিবার বিরোধীদের প্রতিনিধি দলগুলি রওনা দেয় জম্মু-কাশ্মীরের উদ্দেশে। ওই দলে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, আরজেডি-র মনোজ ঝা, শরদ যাদব, এনসিপি-র মজিদ মেনন, ডিএমকের তিরুচি সিবা এবং তৃণমূলের দীনেশ ত্রিবেদী।
শনিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে উরান দিয়ে সকালের শ্রীনগর বিমানবন্দরে পৌঁছয় বিরোধীরা। কিন্তু সেখানেই আটকে দেওয়া হয় তাদের, কাশ্মীরে ঢোকার অনুমতি দেওয়া হয় না। যদিও এ ঘটনা ঘটার আগে, গতকাল প্রশাসন অনুরোধ জানিয়েছিল, ‘আপনারা এলে উপত্যকায় শান্তি বিঘ্নিত হতে পারে, তাই দয়া করে আসবেন না।’
এ প্রসঙ্গে রাহুল গান্ধী সংবাদ সংবাদমাধ্যমে বলেছিলেন ‘বিশৃঙ্খলা সৃষ্টির কোনরকম উদ্দেশ্য আমাদের নেই। এমনকি সেখানে আমরা সরকারের বিরোধিতা করতে যাচ্ছি না। শুধুমাত্র পরিস্থিতি খতিয়ে দেখে কাশ্মীর সম্পর্কে সরকারকে পরামর্শ দিতে চাই, সে জন্যই যেতে চাইছি।’
এতকিছুর পরও শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হলো রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের সেখান থেকে ফিরে আসার আগে প্রশাসনকে চিঠি দিয়েছেন বিরোধীরা। ওই চিঠিতে জানানো হয়, ‘আমাদের আটকের তীব্র বিরোধিতা করছি, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসংবিধানিক।’