‘সব মোদিই চোর” বলে বিপাকে রাহুল গান্ধী! দুই বছরের জেল, সাজা ঘোষণা আদালতের

বাংলা হান্ট ডেস্ক : বিপাকে রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সাজা ঘোষণা করল গুজরাতের (Gujarat) সুরাটের আদালত (court)। যদিও পরক্ষণেই তাঁকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলে দু’বছরের সাজা হওয়ায় সাংসদ পদ খোয়াতে পারেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে তিনি মন্তব্য করেছিলেন, ‘এটা কী করে সম্ভব যে সব চোরের পদবি মোদি।’ পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে নিয়ে দেশে তোলপাড় চলছিল। এরই সঙ্গে, রাফাল বিমান কেনায় অনিয়মের অভিযোগ তুলে রাহুল প্রধানমন্ত্রীকে বিঁধে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তোলেন।

রাহুলের ওই মন্তব্যে মোদি পদবির মানুষদের সম্মানহানি হয়েছে অভিযোগ করে আদালতে যান গুজরাত বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা বিধায়র পূণেশ মোদি। এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত মামলাটিতে গুজরাত হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশ উঠে যেতেই দ্রুত শুনানি করা হল।

আজ, আইনজীবী কিরীট পানওয়ালা জানান, বিচারক রাহুলকে বৃহস্পতিবার আদালতে হাজির থাকতে বলেছেন। সূত্রের খবর, কড়া নিরাপত্তার মধ্যে রাহুল আদালতে উপস্থিত হন। অবশ্য বিচারক এখনও সাজা ঘোষণা করেননি বলে আদালত সূত্রে খবর।

Rahul

ফৌজদারি দণ্ডবিধির যে ধারায় মামলা দায়ের হয়েছে তাতে বিচারক রাহুলকে জেল, জরিমানার মতোও কড়া সাজা দিতে পারেন। অবশ্য ক্ষমা চাওয়ার সুযোগও দিতে পারেন। এদিকে, সংসদে গত দশ দিন ধরে প্রাক্তন কংগ্রেস সভাপতির ক্ষমা চাওয়ার দাবিতে শাসক দল বিজেপি সরব। গণতন্ত্র নিয়ে রাহুলের লন্ডনে বলা কথা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

শাসক দলের হট্টগোলের ফলেই দিনের পর দিন সংসদ মুলতুবি হয়ে যাচ্ছে। মাঝে একদিন অতিরিক্ত বিরতির পর বৃহস্পতিবার ফের সংসদ বসবে। কংগ্রেস সূত্রে খবর, গুজরাতের মামলায় বিচারকের নির্দেশে রাহুল আদালতে (court) উপস্থিত থাকবেন। বুধবার রাতেই তিনি আমদাবাদ পৌছে যান।


Sudipto

সম্পর্কিত খবর