রাহুল গান্ধী আমাদের এখানে প্রচারে আসুন, আমরাও হাসতে চাইঃ কটাক্ষ লাদাখের বিজেপি সাংসদের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ জামায়াং সেরিং নামগিয়াল (Jamyang Tsering Namgyal), রাহুল গান্ধী (Rahul gandhi) এবং সোনিয়া গান্ধীকে সম্প্রতি কটাক্ষ করেছেন। বিজেপি সাংসদ জামায়াং সেরিং নামগিয়াল লেহ অঞ্চলে নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন, ‘রাহুল গান্ধী এখানেও নির্বাচনী প্রচারে আসুন। আমাদের নাগরিকরাও একটু হাসার সুযোগ পাক’।

বিজেপি সাংসদের রাহুল গান্ধীকে কটাক্ষ
বিজেপি সাংসদ জামায়াং সেরিং নামগিয়াল বলেছেন, ‘আমি অনুরোধ করছি, এখানে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নির্বাচনী প্রচারে নিয়ে আসা হোক। আমাদের এখানকার নাগরিকরাও একটু মজা পাক, তারাও একটু হাস্য কৌতুক শুনুক। আমরা চাই সোনিয়া গান্ধীরও এখানে আসা উচিত। তাহলে আমরা ম্যাডামেরও চিন্তা ভাবনার বিষয়ে জানতে পারব’।

কংগ্রেসের এখানে কোন প্রয়োজন নেই
বিজেপি সাংসদ আরও বলেছেন, ‘গুলাব নবী আজাদ যখন ৮ টি জেলা তৈরি করেছিলেন তখন একটি জেলা দেওয়া হয়নি লাদাখকে। কংগ্রেস দল না এখানে আসতে পারবে, না আসার দরকার আছে। শুধু তাই নয়, তাদের তো এখানে আসার কোন ক্ষমতাই নেই’।

বিজেপি প্রসঙ্গে প্রশঙ্গা করলেন
বিজেপি প্রসঙ্গে তিনি জানিয়েছে, ‘বিজেপি জানিয়েছে তারা লাদাখের সঙ্গে আছে, এখানকার মানুষের পাশে আছে। বিভিন্ন বিজেপি নেতারা এখানে এসেছেন নির্বাচনী প্রচারের জন্য। শুধুমাত্র প্রচার নয়, তারা এখানে এসে এখনকার মানুষের সঙ্গে কথা বলে, তাদের সুখ দুঃখের কথাও শুনেছেন’।

সম্পর্কিত খবর

X