দলের গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে ব্যক্তিগত কারণে ফের বিদেশ সফরে রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্ক : আবারও খোঁজ নেই রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কোথায় তিনি? সামনে রয়েছে নানান গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এক প্রকার নিরুদ্দেশ রাজীব-সনিয়া পুত্র। অবেশেষে খুঁজে পাওয়া গেলো তাঁকে। আবারও বিদেশ সফরে রওনা হয়েছেন তিনি। জানা যাচ্ছে, ব্যক্তিগত সফরে এখন ইউরোপে (Europe Tour of Rahul Gandhi) রয়েছেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) এবং সংসদের বাদল অধিবেশনের (Monsoon Session) আগেই আগামী রবিবার তিনি ফিরে আসবেন বলে মনে করা হচ্ছে।

রাহুল গান্ধী মাঝে মধ্যেই বিদেশ সফরে যান। গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহুর্তে দলের নেতৃত্বের ভূমিকা নেওয়ার বিষয়ে রাহুল গান্ধী ঠিক কতটা ধারাবাহিক তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরেই। বিশেষত কংগ্রেস এই মুহুর্তে অস্তিত্ব রক্ষার সংকটে। গত কয়েক বছর ধরেই বিভিন্ন নির্বাচনে বিজেপির কাছে কার্যত পর্যুদস্ত হয়েছে। সম্প্রতি কিছুদিন আগেই গোয়ায় কোনক্রমে বিধায়কদের দলত্যাগ আটকেছে। এই মুহুর্তে রাহুলের ব্যক্তিগত সফর একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। যদিও প্রকাশ্যে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

rahul gandhi 5f12c4520dd94

দলীয় সূত্রে খবর, কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন নিয়েও বৃহস্পতিবার একটি সভা হওয়ার কথা ছিল। এই সভাতেও অনুপস্থিত রাহুল গান্ধী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019) শোচনীয় পরাজয়ের পরে রাহুল গান্ধী সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে কংগ্রেসের সভাপতির পদে রয়েছেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী এই পদের জন্য নির্বাচনে লড়াই করবেন কি না তাও জানা যায় নি।

বৃহস্পতিবারের বৈঠক বেশ গুরুত্বপূর্ণ কংগ্রসের জন্য। জানা যাচ্ছে ‘ভারত জোড়ো যাত্রা’ অথবা ২ অক্টোবর থেকে শুরু হতে চলা একত্রিত ভারত অভিযানের পরিকল্পনা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। কিন্তু সেখানেই রাহুল গান্ধীর গরহাজির নেতৃত্বের প্রশ্নে বিতর্ক আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

rahul gandhi party

নেপালের নাইটক্লাবে রাহুল

সাম্প্রতিক কালে রাহুলের একাধিক বিদেশ সফর অনেক বিতর্কের জন্ম দিয়েছে। প্রসঙ্গত, মে মাসের প্রথম দিকে তাঁকে নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি নাইটক্লাবে দেখা যায়। ছবিগুলি প্রকাশ্যে আনে বিজেপির সমর্থকরাই। কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে সাফাই দেওয়া হয় একজন সাংবাদিকের বিয়েতে ব্যক্তিগত সফরে নেপাল গিয়েছিলেন তিনি।

রাহুল গান্ধী পালিয়ে যান ইউরোপে

পঞ্জাব এবং উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হতশ্রী ফলাফলের পরেই এই ঘটনা ঘটে। সেই সময়ও রাহুল গান্ধী পালিয়ে যান ইউরোপে। আবার নির্বাচনের ঠিক আগেই, তিনি ব্যক্তিগত সফরে ডিসেম্বর মাসে চলে যান ইতালি। জানুয়ারির মাঝামাঝি আবার দেশে ফেরেন তিনি।

Untitled design 2022 07 13T105402.984
মে মাসের শেষের দিকে আবারও পাড়ি দেন বিদেশে। ব্রিটেনের কেমব্রিজে এই সফরের জন্য রাহুল রাজনৈতিক ছাড়পত্র নেননি বলে অভিযোগ করে বিজেপি। কংগ্রেস এই প্রসঙ্গে জানায়, এই রকম কোনও অনুমতির প্রয়োজনই নেই। শুধু তাই নয়, রাজ্যসভা নির্বাচনের সময় যখন বিধায়কদের ক্রস-ভোটিং থেকে আটকাতে নাভিশ্বাস উঠেছিল কংগ্রেসের, সেই সময় রাজীব পুত্র ছিলেন বিদেশে।


Sudipto

সম্পর্কিত খবর