বিদেশ থেকে ছুটি কাটিয়ে সবে রাহুল গান্ধী (Rahul Gandhi) ভারতে ফিরেছেন। দিল্লির দাঙ্গার সময় অদৃশ্য হয়ে যাওয়া রাহুল গান্ধী ভারতে আসার সাথে সাথে উত্তর পূর্ব দিল্লির দাঙ্গা হওয়া অঞ্চলগুলি পরিদর্শন করেছিলেন।বুধবার সংসদীয় অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর দলীয় সদস্যদের নিয়ে বাসে চেপে তিনি উত্তর–পূর্ব দিল্লি যান। তাঁর সঙ্গী হন অধীর চৌধুরী, গৌরব গগৈ, কে সি বেনুগোপাল, কুমারী শৈলজা, রণদীপ সিং সুরযেওয়ালা, কে সুরেশ, মুকুল ওয়াসনিকসহ বিভিন্ন রাজ্যের নেতারা।
ভুক্তভোগীদের পরিদর্শন করা রাহুল বলেছিলেন “যে দেশের রাজধানীতে এই সহিংসতা বিশ্বের সামনে দেশের সুনামকে আঘাত করেছে”।রাহুল প্রথমে ব্রিজপুরী এলাকার অরুণ পাবলিক স্কুলে পৌঁছেছিলেন, দুর্বৃত্তরা তা ভাঙচুরের পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ছাইয়ের স্তুপে পরিণত হওয়া সমস্ত ডেস্ক, বেঞ্চ, চেয়ার, তাক, ফাইল, রেজিস্টার এবং কালো বোর্ডগুলি দেখার পরে তিনি বলেছিলেন, “এটি কেবল একটি স্কুল নয়, ভারতের ভবিষ্যত। ঘৃণা ও সহিংসতা কেবল একটি বিদ্যালয়ের ভবন পুড়িয়ে দেয়নি, দেশের ভবিষ্যতও করেছে”।কিন্তু এসবের মধ্যে হঠাত রাহুল গান্ধীও বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। তিনি জানান “হিংস্রতা দিয়ে মানুষকে বিভক্ত করার চেষ্টা চলছে। আজ এটি অত্যন্ত দুঃখের সময়, তাই আমি এখানে এসেছি। পরিস্থিতি আবারও ঠিক করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে”।
তবে রাহুল এই কথা বলার সাথে সাথেই এক দাঙ্গা-জর্জরিত মহিলা রাহুল গান্ধীকে উদেশ্য করে অপমানজনক কথা বলেন, ওই মহিলা রাহুল গান্ধীর দিকে চিত্কার করে বলেন – কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ১৪ডিসেম্বর ২০১৯ এ উত্তেজক বক্তৃতা দিয়েছিলেন। আর এতে বিপাকে পড়েন রাহুল।
राहुल गांधी जी इस महिला की भी बात सुन लीजिए। pic.twitter.com/SQoxIc8pLy
— हरि मांझी (@HariManjhi) March 4, 2020
মহিলা যেভাবে রাহুল গান্ধীকে অপমান করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। মহিলা অভিযোগ তুলে বলেছেন রাহুল গান্ধীর মা অর্থাৎ সোনিয়া গান্ধী উত্তেজক ভাষণ দিয়ে দাঙ্গার পরিস্থিতি উৎপন্ন করেছিলেন। আসলে সোনিয়া গান্ধী CAA এর বিরোধী ভাষণে প্রাণ দিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। আর সেই থেকেই দাঙ্গায় উস্কানি উৎপন্ন হয়েছে বলে অভিযোগ মহিলার