পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই বেপাত্তা রাহুল! বিদেশে উড়ে গেলেন কংগ্রেস নেতা

বাংলাহান্ট ডেস্কঃ আগামী আড়াই মাসের মধ্যেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন রয়েছে। কোমর বেঁধে প্রচারের মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করছেন ভোটমুখী রাজ্যগুলিতে। কিন্তু এত কিছুর মধ্যে দেখা নেই কংগ্রেস (congress) নেতা রাহুল গান্ধীর (rahul gandhi)।

ভোটের পূর্বেই নিজের কর্মীদের ছেড়ে বিদেশ পাড়ি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে বিদেশ গিয়েছেন রাহুল গান্ধী। তবে ঠিক কি কারণে এবং কোথায় গিয়েছেন সে বিষয়ে এখনও অবশ্য কিছুই জানা যায়নি।

congress 1 1

তবে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি এবং বিজেপির বন্ধু সংবাদমাধ্যমগুলির পক্ষ থেকে যে গুজব ছড়ানো হচ্ছে, তা রটনা করা যেন বন্ধ করা হয়। তবে ঠিক কোথায় এবং কেন গিয়েছেন, সে সম্পর্কে অবশ্য কিছু জানা যায় নি। এই বিষয়টা বর্তমানে একটা রহস্যের মত রয়ে গেছে। জানা গিয়েছে, সুদূর বিদেশে পড়ি দিলেও, নতুন বছরে দেশে ফিরবেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত, পাঞ্জাবে আগামী ৩ রা জানুয়ারী জনসভা করার কথা ছিল কংগ্রেসের। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। হিসেব বলছে, রাহুলের এই সভার মধ্যে দিয়েই ভোটপ্রচার শুরু করার পরিকল্পনা ছিল কংগ্রেসের। তবে ধারণা করা হচ্ছে, রাহুলের এই বিদেশ যাত্রার ফলে কিছুটা হলেও পিছিয়ে যাবে কংগ্রেসের এই জনসভা। আবার অন্যদিকে আগামী ৫ ই জানুয়ারী পাঞ্জাবে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Smita Hari

সম্পর্কিত খবর