লক্ষ্য জনসংযোগ! এবার দিল্লির গ্যারেজে হাজির রাহুল, মিস্ত্রিদের সঙ্গে বসে শিখলেন গাড়ি সারানোও

বাংলা হান্ট ডেস্ক : ‘ভারত জড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) কর্মসূচি শেষ হয়েছে। কিন্তু জনসংযোগ থেমে নেই। বারবার সাধারণ মানুষের সঙ্গে অতি সহজেই মিশে যাচ্ছেন। এবার বাইক মেকানিকের ভূমিকায় দেখা গেল কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীকে। জনসংযোগ করতে এবার দিল্লির (Delhi) করোল বাগ এলাকার একটি গ্যারেজকে বেছে নিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)।

মঙ্গলবার বিকেলে দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারেজে মোটর সাইকেল মিস্ত্রিদের সঙ্গে বসে বাইক সারাতেও দেখা গেল তাঁকে। কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে রাহুলের জনসংযোগ কর্মসূচির যে ছবিগুলি টুইট করা হয়েছে, তাতে স্ক্রু ড্রাইভার-সহ অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে বসে থাকা কংগ্রেস নেতাকে দেখে পুরো ‘মিস্ত্রি’ বলেই যেন মনে হচ্ছে। পরে রাহুল নিজেও তাঁর এই গ্যারেজ সফরের ছবি পোস্ট করেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল লেখেন, ‘যে হাতগুলি ভারতের চাকাগুলিকে ঘুরতে সাহায্য করছে, তাঁদের কাছ থেকে কাজ শিখছিলাম।’ কংগ্রেসের টুইটার হ্যান্ডলেও বিষয়টিকে ভারত জোড়ো যাত্রার সঙ্গে তুলনা করে লেখা হয়, ‘ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।’ একই সঙ্গে বাইক মিস্ত্রিদের প্রসঙ্গ উল্লেখ করে সেখানে লেখা হয়, “এই হাতগুলো ভারতকে তৈরি করেছে। তাঁদের জামাকাপড়ে লেগে থাকা গ্রিজ আমাদের গর্ব, আত্মসম্মান।’ অন্যদিকে, এর সঙ্গে রাহুলের প্রশংসা করে সেখানে লেখা হয়, ‘একমাত্র জনগণের নেতাই তাঁদের উৎসাহিত করতে পারেন।’

rahul 2

ছবিতে দেখা গিয়েছে, বাইক মিস্ত্রিদের সঙ্গে কথা বলছেন রাহুল। এছাড়াও ছবিতে দেখা গিয়েছে, গ্যারাজের বাইরে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। এর আগেও একাধিকবার সাধারণ মানুষ, শ্রমিক কিংবা কৃষকের সঙ্গে কথা বলে জনসংযোগ করতে দেখা গিয়েছে রাহুলকে। কাজেই তাঁর এই রূপ নতুন কিছু নয়।

কিছু দিন আগেই আমেরিকা সফরে রাহুল ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ট্রাকে সফর করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালকেরা দৈনন্দিন কী কী সমস্যায় পড়েন, তা নিয়ে রাহুল কথা বলেন ওই ট্রাক চালকের সঙ্গে।
একই ভাবে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত ট্রাকে করে গিয়েও ভারতীয় ট্রাকচালকদের সমস্যা বোঝার চেষ্টা করেন তিনি। আবার কর্নাটকে ভোটপ্রচারে গিয়ে অ্যাপভিত্তিক স্কুটারেও সওয়ার হতে দেখা গিয়েছিল রাহুলকে।

Sudipto

সম্পর্কিত খবর