বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টি-টোয়েন্টি সিরিজেই অধিনায়ক বদল, দায়িত্ব পাচ্ছেন কে এল রাহুল

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক দিন আগে পর্যন্ত ভারতের প্রধান লক্ষ্য ছিল ১৪ বছর পর একবার ফের বিশ্বজয়। কিন্তু ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে সেই স্বপ্ন, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কাছে পরপর হারের ফলে এই মুহূর্তে শেষ চারে যাবার পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছে ভারতের। বিশ্বকাপের পরেই রয়েছে নিউজিল্যান্ডের ভারত সফর। অর্থাৎ ফের একবার টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে নামবে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ভার ছেড়ে দিচ্ছেন বিরাট কোহলি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল কে হবেন নতুন অধিনায়ক? বোর্ড সূত্রের খবর অনুযায়ী নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের জন্য দলের অধিনায়ক হতে চলেছেন কে এল রাহুল। অবশ্য বিরাট কোহলির পরিবর্তে স্থায়ীভাবে তাকেই অধিনায়কত্ব তুলে দেওয়া হচ্ছে বিষয়টি মোটেই এমন নয়। আসলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সিরিজে বিশ্রাম নিতে চলেছেন ভারতের সিনিয়র খেলোয়াড়রা। অর্থাৎ এই সিরিজে রোহিত শর্মা বিরাট কোহলিদের পাচ্ছে না ভারত। আর সেই কারণেই দায়িত্বভার তুলে দেওয়া হচ্ছে রাহুলের কাঁধে।

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে নিউজিল্যান্ড সিরিজে। টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।” কয়েকদিন আগেই একথা জানা গিয়েছিল যে এই সিরিজে ফের একবার মাঠে আসার অনুমতি পাবেন দর্শকরা। তবে অনুমতি দিলেও এখন এই সমস্ত দর্শককে মাঠে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, “স্টেডিয়ামে দর্শক ফিরছে। তবে হাউসফুল নয়। কোভিডবিধি মেনেই দর্শক প্রবেশ করবে গ্যালারিতে।”

IMG 20211004 112200

১৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ জয়পুরে খেলবে ভারত, এরপর ১৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হবে রাঁচিতে। তৃতীয় এবং শেষ ম্যাচ রয়েছে কলকাতায় যা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। জানিয়ে রাখি এই সফরে ভারতের সঙ্গে শুধু টি-টোয়েন্টি নয় দু’টি টেস্টও খেলবে নিউজিল্যান্ড। ২৫ তারিখ থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর থেকে মুম্বইতে শুরু দ্বিতীয় টেস্ট। তবে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হলেও টেস্ট সিরিজে ফের একবার দেখা যেতে পারে রোহিত-বিরাটদের৷

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর