বাংলা হান্ট ডেস্ক : কয়েক মাস আগেই কর্মী ছাড়াই এর ব্যাপারে দিয়েছিল ভারতীয় রেল। পারফরম্যান্সের ভিত্তিতে কর্মী ছাঁটাই করা হবে এমন ঘোষণা করা হয়েছিল, বে অবশেষে সেই জল্পনায় কার্যত সত্যি হলেও।পারফরম্যান্সের ভিত্তিতে রেল বোর্ড থেকে পঞ্চাশ জন বাবুকে সরিয়ে দেওয়া হল তাদের সংশ্লিষ্ট জোনে। রেলের মিনিমাম গভর্নমেন্ট এবং ম্যাক্সিমাম গভর্নেন্স এর নীতিমেনে নিয়েই রেল বোর্ডকে হাল্কা করার সিদ্ধান্ত নিয়েছে এলে মন্ত্রক।
তাই রেল দফতরকে তুলনামূলক ভাবে ছোট করতে এবং কাজের গতিবিধি বৃদ্ধি করতে 50 জন অপ্রয়োজনীয় বাবুকে সরিয়ে দিল রেল বোর্ড। তাই রেল বোর্ডের আধিকারিক ও পরিচালকের সংখ্যা 200 থেকে কমিয়ে করা হয়েছে দেড়শো জন। একই সঙ্গে যাঁদের সরানো হল তাঁদের যেমন সংশ্লিষ্ট জোনের দায়িত্ব দেওয়া হয়েছে
ঠিক তেমনই সংখ্যা কমে যাওয়ায় ইতিমধ্যেই যাঁরা পদে আসীন রয়েছেন তাঁদের দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে, একই সঙ্গে তাঁদের গুরুত্ব বাড়ানো হয়েছে। এমনিতেই রেলের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগের শেষ নেই, তাই সম্প্রতি পারফরমেন্স রিপোর্টের ওপর ভিত্তি করে কাজের অদল বদল ঘটানো হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছিল ভারতীয় রেল অবশেষে পঞ্চাশ জনকে সরিয়ে দিল রেল কর্তৃপক্ষ যদিও এই জল্পনা খারিজ করেছে রেলমন্ত্রক।
কর্মীদের পারফরমেন্সের রিপোর্ট জমা পড়েছে এমনই জানিয়েছেন রেল মন্ত্রকের এক আধিকারিক। তবে পারফর্মেন্স যাদের ভালো হবে না তাদের অবসর নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে খবর।