ট্রেন চালানোয় ঠিক কী ভূমিকা? দেখুন, রেলের ‘স্টেশন মাস্টার’ মাসে কত বেতন পান, সুবিধাই বা কী?

বাংলাহান্ট ডেস্ক : অনেকেরই স্বপ্ন থাকে ভারতীয় রেলে চাকরি করার। ভারতীয় রেলে (Indian Railways) চাকরি করলে একদিকে যেমন মেলে মোটা বেতন, অন্যদিকে পাওয়া যায় একাধিক সুযোগ-সুবিধা। ভারতীয় রেলের একাধিক পদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে স্টেশন মাস্টার।

img 20180811 wa0023.jpg

   

স্টেশন মাস্টারের (Station Master) পদে নিয়োগ করা হয় আরআরবি এনটিপিসি পরীক্ষার মাধ্যমে। মনে করা হয় অত্যন্ত সম্মানজনক এই পদ। তবে আপনারা জানেন কত টাকা বেতন হয় একজন স্টেশন মাস্টারের? এছাড়াও অন্যান্য কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন একজন স্টেশন মাস্টার?

আরোও পড়ুন : কেন্দ্রের অভিযোগে শীলমোহর! ২৯ জনের মধ্যে ২৭ জনই ভুয়ো, আবাস যোজনার টাকা ফেরানোর নির্দেশ

বর্তমানে একজন স্টেশন মাস্টারের বেসিক বেতন ৩৫৪০০ টাকা। এছাড়াও, ডিএ ৪২৪৮ টাকা (১২%), টিপিএ ১৮০০ টাকা, ডিএ টিপিএ ৯০ টাকা। এইচআরএ এক্স ক্লাস সিটি – ৮৪৯৬ (২৪%), ওয়াই ক্লাস সিটি  ৫৬৬৪ (১৬%)। 

কাট এনপিএস ১০% (৩): ৩৭১৭, সিজিএইচএস ৩০, প্রফেশনাল ট্যাক্স ২৫০। মোট ডিডাকশন ৩৯৯৭।

গ্রস স্যালারি – এক্স ক্লাস সিটি – ৫০২৫৫ টাকা, ওয়াই ক্লাস সিটি – ৪৭৪২৪ টাকা, জেড ক্লাস সিটি – ৪৪৫৯২ টাকা।

আরোও পড়ুন : বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভারতবিরোধী পোস্ট ঋত্বিকের! বয়কটের ডাক দিচ্ছে নেটদুনিয়া

ভারতীয় রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হল এটি। একাধিক অ্যালাওয়েন্স ও সুবিধা পেয়ে থাকেন স্টেশন মাস্টার। বেতন ছাড়াও স্টেশন মাস্টারেরা পেয়ে থাকেন নাইট ডিউটি অ্যালাওয়েন্স – ২৭০০ টাকা, ওভারটাইম অ্যালাওয়েন্স (ওটিএ) ট্রাভেলিং অ্যালাওয়েন্স এবং অন্যান্য সুবিধা।

salary of railway station masters of indian railways 1024x576.jpg

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, এক একটা স্টেশনে চারজন করে স্টেশন মাস্টার থাকেন। এনারা শিফটে কাজ করে থাকেন। স্টেশন মাস্টারদের মূল কাজই হচ্ছে কোনও রকম বাধা-বিপত্তি ছাড়া ট্রেন যাতায়াত করছে কিনা সেই দিকে নজর রাখা। একাধিক স্টেশনের সাথে সংযোগ স্থাপন ও সঠিকভাবে ট্রেন চলাচল করানো স্টেশন মাস্টারের কাজ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর