বাংলাহান্ট ডেস্ক : দেশে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর বহু রাস্তা, রেল স্টেশন ও জায়গার নাম পরিবর্তিত হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশে এর প্রভাব সব থেকে বেশি দেখা গেছে। এলাহাবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ, মোঘলসরাই জংশন হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। কিছু রাস্তার নাম বদল হয়েছে রাজধানী দিল্লিতেও।
এবার একধাক্কায় আমেঠির ৮টি স্টেশনের নাম পাল্টে গেল। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আমেঠির ৮টি স্টেশনের নাম বদল করার সুপারিশ জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেই সুপারিশ মঞ্জুর করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের দাবি, নতুন নামকরণের ফলে জায়গাগুলির ঐতিহ্যকে আমাদের মনে করিয়ে দেবে।
আরোও পড়ুন : রাজ্যের বেকারদের জন্য সুখবর! বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে সমবায় ব্যাঙ্ক, মিলবে মোটা বেতন
যোগী সরকার গত ১২ই ফেব্রুয়ারি স্টেশনগুলির নাম বদলের সুপারিশ জানায়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় এই বিষয়ে কোনও আপত্তি নেই তাদের। উত্তর রেলের লখনউ ডিভিশনের কমার্শিয়াল ম্যানেজার রেখা শর্মা জানিয়েছেন, খুব শীঘ্রই স্টেশনগুলিতে দেখা যাবে নতুন নাম। নতুন নাম দেখা যাবে রেলের ওয়েবসাইটেও। এই বিষয়ে এনওসি নেওয়া হবে পূর্ত দফতরের কাছ থেকে।
নাম বদল হয়েছে যে স্টেশনগুলির:
১. কাশিমপুর হল্ট-জাইস সিটি।
২. জাইস-গুরু গোরক্ষনাথ ধাম।
৩. বানি- স্বামী পরমহংস।
৪. মিসরৌলি-মা কালীকান ধাম।
৫. নিহালগড়-মহারাজা বিজলি পাসি।
৬. আকবরগঞ্জ-মা আহোরা ভবনী ধাম।
৭. ওয়ারিশগঞ্জ-অমর শহিদ ভালে সুলতান।
৮. ফুরসতগঞ্জ-তপেশ্বরনাথ ধাম।