মানুষ ঠেলছে আস্ত ট্রেন! অবাক হচ্ছেন? ভারতীয় রেলের এই অবস্থা দেখলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : রাস্তাঘাটে হঠাৎ গাড়ি বিকল হয়ে যেতেই পারে। আমরা মাঝেমধ্যেই দেখি সেই বিকল গাড়ি মানুষ ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু কখনো আপনারা মানুষকে ট্রেন ঠেলে নিয়ে যেতে দেখেছেন? এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন রেলের সাধারণ কর্মচারীরাই। রেলের কর্মচারীরা ঠেলে নিয়ে গেলেন একটা আস্ত ট্রেন! কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি ঘটল?

সূত্রের খবর, এই ঘটনাটি উত্তর প্রদেশের আমেঠীর। সেখানে কয়েকজন রেল কর্মীকে আস্ত রেল ইঞ্জিন ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। খুব কষ্ট করে রেলের এই কর্মীরা ঠেলে নিয়ে যাচ্ছিলেন রেল ইঞ্জিনটিকে। লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এই দৃশ্য অবাক হয়ে দেখছিলেন। অনেকেই ক্যামেরাবন্দি করছিলেন এই অবাক করে দেওয়া ঘটনা।

আরোও পড়ুন : ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে হাতে পাবেন মাত্র এত টাকা! নিয়ম বদলাল IRCTC

এই ভিডিও এখন রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রেল সূত্রে জানা গেছে, যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে যায় ট্রেনটি। তাই বাধ্য হয়ে রেলকর্মীরা ওই রেল ইঞ্জিনটিকে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। মেইন লাইন থেকে সরিয়ে রেল কর্মীরা ট্রেনটিকে নিয়ে যান লুপ লাইনে। যে ট্রেনের সাথে এই ঘটনাটি ঘটেছে সেটি একটি ডিপিসি ট্রেন।

নজরদারির জন্য রেল কর্মীরা এই ধরনের রেল ইঞ্জিন ব্যবহার করে থাকেন। বৃহস্পতিবার ইন্সপেকশনের জন্য বের হওয়া এই রেল ইঞ্জিনটি বিকল হয়ে যায় আমেঠী জেলার নিহালগড় রেলওয়ে স্টেশনের কাছে। হঠাৎ করে রেললাইনে আটকে যায় সেটি। যান্ত্রিক ত্রুটির কারণে কোনোমতেই চালু করা যাচ্ছিল না ইঞ্জিন। তারপর বাধ্য হয়ে রেলকর্মীরা সেই ইঞ্জিনটিকে ঠেলতে শুরু করেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর