লাটে উঠবে পুজোর শপিং! পুজোর মুখেও ভাসবে কলকাতা, কতদিন চলবে দুর্যোগ?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আর বাকি মাত্র এক সপ্তাহ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকলে। এদিকে আকাশের মুখ ভার। এই রোদ, এই বৃষ্টিতে (South Bengal Weather) নাজেহাল বাংলার মানুষ। পুজোর সময়ে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই দিয়ে রেখেছে আবহাওয়া দফতর (South Bengal Weather)। পুজোর আগেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আর কতদিন চলবে এমন দুর্যোগ?

পুজোর আগেও ঝড়বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা কলকাতায়

শনিবারও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে (South Bengal Weather) ভিজেছে শহর এবং শহরতলির বিস্তীর্ণ অংশ। সঙ্গে ছিল বজ্রপাতও। রবিবার মহালয়ার দিনও শহরে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (South Bengal Weather)। পুজোর আগে এটাই শেষ রবিবার। কিন্তু এদিনও কলকাতার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Rain forecast for south bengal weather before puja

জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস: তবে শুধু কলকাতা নয়, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদেও রয়েছে বৃষ্টির (South Bengal Weather) পূর্বাভাস। এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না শহরবাসীর। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া (South Bengal Weather) অফিস।

আরও পড়ুন : রামকে নিয়ে তীর্যক মন্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! নচিকেতাকে স্বস্তি দিল হাইকোর্ট

কী জানাল হাওয়া অফিস: সোমবার থেকে বৃষ্টি শুরু হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। দোসর হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া (South Bengal Weather) অফিস।

আরও পড়ুন : বাজারে খাস পদ্মার রুপোলি শষ্য, শারদীয়ায় ভাতের পাতে জমে উঠুক ইলিশ পাতুরি, রইল সহজ রেসিপি

মঙ্গলবার বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের প্রায় সব জেলাতেই অন্যান্য দিনগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়।