স্বস্তির বৃষ্টি কাটোয়া মহকুমায়

গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া: তীব্র দাবদাহ চলছে।এই সপ্তাহে স্বস্তি মিলবে।সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর।রবিবার সকাল থেকেই তা টের পাওয়া গেল।আকাশ কালো মেঘে ঢাকা।গুরু গুরু মেঘের আওয়াজ।
d30ef img 20190602 wa0010
আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই ঠাণ্ডা। সকাল থেকেই কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। কাটোয়া শহর সহ কাটোয়া মহকুমার নন্দীগ্রাম,কুরচি,চাণ্ডুলী,সিঙ্গি,ঘোড়ানাশ,মুস্থূলী,আমডাঙ্গা, একডেলা সহ প্রভৃতি এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে একপশলা স্বস্তির বৃষ্টি হয়েছে।গরম থেকে সাময়িক স্বস্তি পেল বলে কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন।

সম্পর্কিত খবর