একটু পরই ৫০ কিমি বেগে ঝড়! বজ্রপাত সহ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতো গতকাল রাত থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ সকাল থেকে একাধিক জায়গায় বজ্রপাত। বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার বইতে পারে।

আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি।

ওদিকে উত্তর এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় রবিবার ২৪ ঘন্টার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশেপাশের এলাকাতেও। রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও।

কেন হঠাৎ ঝড়-বৃষ্টি? আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে। এর প্রভাবেই একাধিক রাজ্যে ঝড়-বৃষ্টি হচ্ছে।

weather 19

আরও পড়ুন: তোলাবাজদের বাঁচাতে হামলা করছে TMC! ভূপতিনগর কাণ্ড নিয়ে সরব মোদী, শিক্ষক দুর্নীতি নিয়েও দিলেন বার্তা!

তবে ঝড়-বৃষ্টির কারণে গোটা দক্ষিণবঙ্গেই বেশ কিছুটা তাপমাত্রা কমেছে একধাক্কায়। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল সোমবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরে সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওদিকে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর