কালো মেঘে ঢাকছে পশ্চিমবঙ্গের আকাশ! তেড়ে আসছে প্রবল বৃষ্টি, সতর্কতা ১০ জেলায়

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে ঝড়ের দাপট কমলেও রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তর ও দক্ষিণবঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। রবিবারেও রাজ্যের প্রায় সব জেলাতে ই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়, হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮০%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৬%

কলকাতার আবহাওয়া : শহর কলকাতায় আজ শনিবার মেঘলা আকাশই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৮ ডিগ্রি নীচে নেমে গিয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৮ ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া : সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এই আবহাওয়া চলতে পারে ২১ মার্চ মঙ্গলবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তারপরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই আবহাওয়া চলতে পারে ২১ মার্চ বুধবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য কিছুটা কমলেও, পরের তিন দিনে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

আগামী কয়েকদিনের আবহাওয়া : পশ্চিম থেকে পূর্ব নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও কচ্ছ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে৷ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এই অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। সোমবার পর্যন্ত রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার ২১ মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সম্পর্কিত খবর

X