ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ ৫ জেলায় তোলপাড় চলবে, রেহাই নেই কলকাতাতেও

Published on:

Published on:

South Bengal Weather Update

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে আবহাওয়ার তুমুল মুড সুইং। কখনও খটখটে রোদ, কখনও আবার বৃষ্টি শুরু। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) একই রকম আবহাওয়া বিরাজ করবে। কলকাতা-সব দক্ষিণের সমস্ত জেলাতে এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরে কেমন থাকবে আবহাওয়া? জানুন।

দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা (৭ থেকে ১১ সেন্টিমিটার)। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতেও বৃষ্টি হবে।

সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরের নিম্নচাপের সরাসরি না পড়লেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। এরপর মঙ্গলে পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার ঝড়বৃষ্টির অধিক সম্ভও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও সপ্তাহজুড়ে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

South Bengal Weather Update Today 5th September 2025

আরও পড়ুন: চলতি মাসেই ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের ‘আবির গুলাল’? সামনে এল আসল সত্য

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

বুধবার পর্যন্ত উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কমলা সতর্কতা জারি রয়েছে এইসব জেলায়। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও ঝড়বৃষ্টি সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।