বাংলা হান্ট ডেস্ক: শনিবার মহালয়া, বর্তমানে বেশ কিছুদিন দাপুটে বৃষ্টি চলার পর ধূসর মেঘ কাটিয়ে ধরা দিয়েছে ঝলমলে নিল আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা সেরম নেই। তবে আজ বিকেলের পর কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গে। পাশাপাশি রায়েল সীমা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আরও দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে এর জেরে রাজ্যে বৃষ্টি হতে পারে কিনা তা এখনও জানানো হয়নি।
যদিও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া দফতর।
পুজোর আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ওদিকে হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা বিদায় নেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলের পর পুরুলিয়া, হুগলী, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: রান্নাঘরের প্রেসার কুকার এবং বালতির মধ্য থেকে উদ্ধার ৫ টি আইফোন! কাণ্ড দেখে ‘থ’ ED
বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। রাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি।
আজও রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। কালিম্পঙের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও আজকের পর বৃষ্টি কমার সম্ভাবনা।