বদলে গেল পূর্বাভাস! বিকেলেই ফের তেড়ে ঝড়-বৃষ্টি শুরু, ২১ জুলাই ভাসবে কলকাতা? জারি সতর্কতা

Published on:

Published on:

south bengal weather 8(4)

বাংলা হান্ট ডেস্ক: গত দু’দিন বৃষ্টি কিছুটা কম ছিল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এরই মধ্যে রবিবার ফের হঠাৎ বৃষ্টি শুরু হল কলকাতা সহ একাধিক জেলায়। ফের দুর্যোগের সম্ভাবনা বঙ্গে। ইতিমধ্যেই গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

ফের খেল দেখাবে নিম্নচাপ | South Bengal Weather

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নতুন করে ফের এক নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এও নিম্নচাপের হাত ধরে ফের ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দোসর হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া। উপকূলের জেলা সহ একাধিক জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির খেল দেখবে দক্ষিণবঙ্গ। তার আগে আজ রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।

সোমবার ২১ জুলাই ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা রয়েছে। একদিন বাদ দিয়ে, ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে। উইকেণ্ডেও ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ভারী বৃষ্টির তালিকায় থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

আরও পড়ুন: SSC ২৬০০০ মামলায় নয়া টুইস্ট! হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে যেতে পারেন চাকরিহারারা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। দুপুরের পর আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস। মঙ্গলবার ২২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জেলায় জেলায়। ওপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।