আজ রেকর্ড ভাঙা বৃষ্টি দক্ষিণবঙ্গে! অতি ভারী বর্ষণের সতর্কতা কোন কোন জেলায়? আবহাওয়ার খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিন সেভাবে বৃষ্টি না হওয়ায় গরম ও অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। অন্যদিকে, ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল। এই দুইয়ের মিলিত প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ থেকে তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাই আজ ভিজবে। কোথাও ভারী আর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হবে।

আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এই সব জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

এই ৬ জেলা ছাড়া কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে। আর এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূমে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে। এই সময়ের মধ্যে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে।

south bengal weather (1)

আরও পড়ুন: PNB-র গ্রাহকেরা হয়ে যান সাবধান! এই কাজটি না করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট, সতর্কতা জারি করল ব্যাঙ্ক

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।