টানা সাত দিন ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে! রবিবার কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট জানুন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতে ঢুকে পড়েছে বর্ষা। গত কয়েকদিন ধরে বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাত হচ্ছে। ঝড়-বৃষ্টির জেরে একদিকে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather), যার জেরে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই স্বস্তির আবহাওয়া আরও কিছুদিন বজায় থাকবে।

আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানিয়েছে আরব সাগরে ফুঁসতে থাকা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কঙ্কন উপকূল এলাকায় অবস্থান করতে থাকা নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে ২৭ মে শক্তি বাড়াবে। যার জেরে রাজ্যের একাধিক জেলায় ঝড়- বৃষ্টি হবে।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাই ভিজতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে মাসের শেষের দিকে। মঙ্গল-বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

গোটা সপ্তাহ জুড়েই জারি থাকবে বৃষ্টি। শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

Rain in Kolkata South Bengal weather North Bengal West Bengal weather update 24th May

আরও পড়ুন: SSC-তে ফের চাকরি ফিরে পাবেন শিক্ষকরা? বড় কথা জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। একই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে (North Bengal Weather) ঝড়-বৃষ্টি চলবে ২৮ তারিখ পর্যন্ত।

ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf

আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের একই রকম থাকবে তাপমাত্রা। তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই কোনও জেলাতেই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X