বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপে শনির দশা কেটেছে। তবে বৃষ্টি চলছে বঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত মেঘ-বৃষ্টির খেলা চলবে আরও কয়েক দিন। নিম্নচাপ থেকে রেহাই মিললেও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে প্রচুর বেশি পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর কারণেই বৃষ্টি হচ্ছে।
কতদিন চলবে বর্ষণ? South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপ সরে গিয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে। তবে আপাতত সমুদ্র উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ উপকূলে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে রবিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলাই রয়েছে। বিকেলে বৃষ্টি হবে?
আবহাওয়া দপ্তর বলছে, রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
এদিন অধিক বৃষ্টিপাতের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। এরপর সোমবার ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবারও বৃষ্টির সিলসিলা জারি থাকবে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
রবিবার উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির ব্যাপক সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও বৃষ্টি হবে। সোমবার ভারী বৃষ্টি পূর্বাভাস কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। এর মঙ্গল ও বুধবার কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।