বাংলা হান্ট ডেস্ক: শুক্রেও ভিজবে রাজ্য। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফিরতে পারে শীতের আমেজ। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল রাতে তুমুল বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ফের রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এরপর কিছুটা শান্ত হবে পরিস্থিতি। রবিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। তবে পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ফের DA বাড়ল সরকারি কর্মীদের! এবার কত শতাংশ? শুনলে খুশিতে লাফাবেন
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশের উত্তর দিকে অবস্থানরত ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আর এই জোলো হাওয়াই রাজ্যে বৃষ্টিপাতের কারণ।
আরও পড়ুন: ‘সোমবার ফের সন্দেশখালি যেতে চাই’, শুভেন্দুর আবেদনে এবার বিরাট নির্দেশ হাই কোর্টের
উত্তরবঙ্গের আবহাওয়া: শুক্রবার বৃষ্টি হতে পারে বলে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলায়। তবে শনিবার থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরের আর কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।