বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকে কোথাও কোথাও চওড়া রোদ, কোথাও আবার আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফের ঘনাচ্ছে তিন তিনটি ঘূর্ণাবর্ত। যার জেরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই বৃষ্টি চলবে আগামী কয়েক দিন। এদিকে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেল থেকেই বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷
ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলবে দক্ষিণবঙ্গে | South Bengal Weather
বুধবার দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ বেশি বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনায়। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সঙ্গে পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস।
মোটের উপর বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে। ঝড়ের সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। বিকেলের পর বৃষ্টি বাড়তে পারে। এরপর বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা৷ শহর কলকাতাতেও হালকা বৃষ্টি চলবে।
এরপর শনিবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে। সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির পাশাপাশি সঙ্গী হবে ঝোড়ো হাওয়াও। কলকাতাতেও আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আরও পড়ুন: গড়ল নয়া রেকর্ড! মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ RBI কর্তা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরে সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টিও হচ্ছে কিছু কিছু জায়গায়। আজ ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরুদুয়ার এই দুই জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবারও বৃষ্টি হবে অধিকাংশ জেলায়।