শীতের পাওয়ার প্লে! আগামী ৭ দিনে কাবু হবে দক্ষিণবঙ্গ, নয়া ‘খেলার’ ইঙ্গিত হাওয়া অফিসের

Published on:

Published on:

south bengal weather(161)
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের মরসুমে জাঁকিয়ে বসছে ঠান্ডা। ভোরে এবং রাতের দিকে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে শীত। সমানে নামছে পারদ। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনও হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও উত্তরবঙ্গে ভিন্ন চিত্র। দিনের বেলাতেও উত্তুরে হাওয়ার দাপটে কাবু মানুষজন। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে গোটা রাজ্যেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শহর কলকাতার তাপমাত্রা কিছুটা নামছে আবার উঠছে সামান্য। মোটামুটি ১৫ ডিগ্রির আশপাশেই রয়েছে। তবে চলতি সপ্তাহে পারদ আরও কিছুটা পতন হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বড়সড় তাপমাত্রার পতন না হলেও ১-২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ শীতের আমেজ আরও বাড়বে।

ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলির অনেক জায়গাতেই তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কোথাও কোথাও থাকবে ১০ ডিগ্রির নিচে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিনে উত্তুরে হাওয়ার দাপট বাড়তে পারে। ফলত তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে।

শীতের পথে কাঁটা হয় নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত, তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই। তাই আপাতত এখন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বজায় থাকবে ঠান্ডার আমেজ। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা-মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কিছুটা কমে আসতে পারে।

south bengal weather(157)

আরও পড়ুন: রাত পোহালেই ৭ কোটি ভোটারের ভাগ্যপরীক্ষা, খসড়া তালিকা প্রকাশ নিয়ে এল বড় আপডেট

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে পাহাড়ে ইতিমধ্যেই কোথাও কোথাও ৫ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ের একাধিক এলাকায় আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে বলে মনে করা হচ্ছে। সমতলের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও অনেকটাই তাপমাত্রা পতন হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কোথাও কোথাও প্রায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারার সম্ভাবনা।