ঠান্ডা নয়, দক্ষিণবঙ্গে উল্টে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গের কি হাল? আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(146)
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের লুকোচুরি, এই তাপমাত্রা নামছে তো এই উঠছে। ডিসেম্বরের মাঝে এসে ফের খানিকটা তাপমাত্রা উঠেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাহলে কি ডিসেম্বরেও শীতের দেখা মিলবে না? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গবাসীর মনে। কি বলছে আবহাওয়া দপ্তর? জানুন সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

উত্তরবঙ্গে ঠান্ডায় হাড় কাঁপছে, এদিকে দক্ষিণবঙ্গের শীতের দেখা নেই। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। উল্টে তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে। তাপমাত্রা মোটের উপর স্বাভাবিক বা তার উপরেই থাকবে। অর্থাৎ জাঁকিয়ে শীত এখনও হাতের নাগালে নয়।

হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামছে না। দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক অর্থাৎ দক্ষিণ–পূর্ব দিক থেকে ঢুকছে। উত্তুরে হাওয়া ওই পুবালি বাতাসকে বাধা না দিতে পাড়ায় শীত পড়ছে না সেভাবে। উর্দ্ধমুখী হচ্ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে পারদ পতনেরও সম্ভাবনা নেই।

সকালের দিকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কতা নেই। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট বেশি থাকবে।

south bengal weather(158)

আরও পড়ুন: অভিযোগের পালটা মানহানির মামলা, প্রাক্তন স্ত্রীর থেকে ক্ষতিপূরণ দাবি কুমার শানুর

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। দৃশ্যমানতা নেমে যাওয়ার সম্ভাবনা তার জেরে। আগামী সাতদিন তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। তবে হাড় কাঁপুনি দেওয়া শীতের দাপট অব্যাহত থাকবে। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে।