বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরে শীত হাওয়া হলেও পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশে হু হু করে তাপমাত্রা নামছে। শীতের আমেজ বাড়ছে রাজ্যে। আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে আরও তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এমনিতেই স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। এবার আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, ফলত রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
শীতের আমেজ জাঁকিয়ে বসবে আজ থেকে। আগামী সাত দিন রাজ্যে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের অনুভূতি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একইসাথে বাড়বে কুয়াশাও। দক্ষিণবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে বাড়বে কুয়াশার দাপট।
সকালে শিশির এবং কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার আকাশ দেখা যাবে। উপকূলের দিকের জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকার সম্ভাবনা। শীতের দাপট বাড়ার সাথে সাথে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে হাড় কাঁপুনি শীতের আগমন। পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আগামী সাত দিনে আরও ঠান্ডা বাড়তে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পং–এর মতো পার্বত্য এলাকাতে শীতের কামড় চওড়া হবে। সকালে বহু এলাকায় ঘন কুয়াশা দেখা যাবে। মূলত কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার দাপট বেশি থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। উত্তরবঙ্গে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না আগামী ৪৮ ঘণ্টায়।












