পুজোর আগে টানা ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(26)

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মাসেও পিছু ছাড়ছেনা বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ ও কাল বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে তা দেখে খুশি হবেন না। কারণ মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট ফের বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সহ জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। তবে বৃষ্টি বাড়বে মঙ্গলে। মঙ্গলবার বেশি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার থেকে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বুধ এবং বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। তার আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। স্থানীয়ভাবে হালকা বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়বে। তাপমাত্রাও কিছুটা বাড়ার পূর্বাভাস রয়েছে এই সময়ে।

South Bengal Weather Update 22 August 2025

আরও পড়ুন: চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা লেনদেন! সেই টাকায় হয় আলুর ব্যবসা? জীবনকৃষ্ণকে নিয়ে বিস্ফোরক ED

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। গোটা সপ্তাহই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে।