বাংলা হান্ট ডেস্ক: গত দু’চার দিনে ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পুজোর আগে উঁকি দিয়েছে রোদ। তবে আবহাওয়া দপ্তর যা আপডেট দিচ্ছে, তাতে খুব একটা স্বস্তি নেই। কারণ আপাতত বিক্ষিপ্ত ভাবে ভিজবে দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঝড়ের পূর্বাভাসও রয়েছে। আজ বিকেলে কোন কোন জেলায় দুর্যোগ? শপিং-এ বেরোনোর আগে দেখে নিন এক নজরে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। কোথাও কোথাও সামান্য মাঝারি বর্ষণের পূর্বাভাস। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা নেই। তবে ভোলবদল ঘটতে পারে বুধবার। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে।
মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবারের পর আর সতর্কতা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শনিবার অবধি।
আরও পড়ুন: ফলের লোভ দেখিয়ে বারবার ধর্ষণ, বিবাহিত যুবকের লালসায় অন্তঃসত্ত্বা নাবালিকা! সন্তানের জন্ম দিতেই…
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অধিক বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে তা বাড়বে। আগামীকাল এই দুই জেলার পাশাপাশি কোচবিহারে ভারী বর্ষণের পূর্বাভাস। বাকি উত্তরবঙ্গের দার্জিলিং, দার্জিলিঙ, কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে। সঙ্গী হবে দমকা ঝোড়ো হাওয়া।