দক্ষিণবঙ্গে উঠবে ঝড়! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি: আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(31)

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে আজ থেকে কিছুটা কমবে বৃষ্টি, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হবে না। এদিকে উত্তরবঙ্গ ভাসবে। আবহাওয়ার সম্পূর্ণ আপডেট জেনে নিন।

দক্ষিণবঙ্গে বুধে বাড়বে বর্ষণ | South Bengal Weather

আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। সতর্কতাও জারি নেই কোথাও। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

এরপর মঙ্গলবারও একইরকম থাকবে আবহাওয়া। আগামীকাল নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর; বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে।

এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার ফের ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত। আজ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

South Bengal Weather report tomorrow 1august 2025

আরও পড়ুন: ‘কুণাল ঘোষের আগেও কৌস্তভ বাগচীকে চিনতাম’, তৃণমূল নেতার দাবি নস্যাৎ করে সপাট উত্তর অভয়ার বাবার

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং দার্জিলিঙে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।