গরম বাড়তেই সাগরে নিম্নচাপ! ফের ঝড়-বৃষ্টির তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গে: আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(43)

বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি কমতেই সমানে বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ভ্যাপসা গরম চরমে। তবে এরই মাঝে ফের একবার স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে ফের একবার ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

নিম্নচাপে ফের বাড়তে পারে বর্ষণ | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দুই ২৪ পরগনা, নদিয়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে চলতি সপ্তাহে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়ার মতো জেলাগুলিতে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।

বাকি দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সব জেলাই হালকা ভিজতে পারে বুধে।

south bengal weather(34)

চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। আগামীকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে নিম্নচাপ সৃষ্টি হলে ফের বৃষ্টিপাত বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

South Bengal Weather heavy rain likely again in North and South Bengal know today's weather

আরও পড়ুন: মহুয়ার সঙ্গে ঝামেলার মধ্যেই মোদীর পাশে খোশ মেজাজে সাংসদ, এবার দলবদলের জল্পনা নিয়ে বড় ঘোষণা কল্যাণের

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

আজও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোচবিহার এবং দার্জিলিঙেও ভারী বৃষ্টি হবে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধ্বস নামার আশঙ্কাও রয়েছে।